ভিকির জীবনে হারলিন নয়, জায়গা করে নিলেন অন্য কেউ!

Last Updated:
1/5
 ভিকি কৌশলের নাম শুনলেই নতুন প্রজন্মের বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। তাঁর অভিনয়, চলা ফেরা, কথা বলা সবই ছুঁয়ে যায় তাঁর ফ্যানেদের মন। আর হবেই না বা কেন? 'মাসান', 'রাজি' থেকে শুরু করে 'উরি' সবেতেই মন কেড়েছেন তিনি। বলিউডে মহিলা মহলেও বেশ জনপ্রিয় তিনি। তাঁর জীবন নিয়ে ফ্যানেদের উৎসাহ সব সময়। মেয়েরা তো প্রায় সকলেই চায় ভিকিকেই বিয়ে করতে। কিন্তু তা কী করে হবে! ভিকি তো আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে হারলিন শেট্টির সম্পর্কের কথা। কিন্তু সেই সম্পর্কে নাকি ধরেছে চিড়!
ভিকি কৌশলের নাম শুনলেই নতুন প্রজন্মের বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। তাঁর অভিনয়, চলা ফেরা, কথা বলা সবই ছুঁয়ে যায় তাঁর ফ্যানেদের মন। আর হবেই না বা কেন? 'মাসান', 'রাজি' থেকে শুরু করে 'উরি' সবেতেই মন কেড়েছেন তিনি। বলিউডে মহিলা মহলেও বেশ জনপ্রিয় তিনি। তাঁর জীবন নিয়ে ফ্যানেদের উৎসাহ সব সময়। মেয়েরা তো প্রায় সকলেই চায় ভিকিকেই বিয়ে করতে। কিন্তু তা কী করে হবে! ভিকি তো আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে হারলিন শেট্টির সম্পর্কের কথা। কিন্তু সেই সম্পর্কে নাকি ধরেছে চিড়!
advertisement
2/5
কিন্তু কার জন্য হারলিনকে ছাড়লেন ভিকি? তিনি আর কেউ নন ভূমি পেডনেকর। একটি টেলিভিশন শো’য়ে করণের প্রশ্নের উত্তরে ভিকি বলেছিলেন, ‘‘কমন ফ্রেন্ডের মাধ্যমে দু’জনের আলাপ হয়েছে। তবে এটা সবে ২০১৮ থেকেশুরু হয়েছে। এটা নিয়ে এখনও সেভাবে কথা বলার সময় আসেনি। আমরা সবে একে অপরকে জানার চেষ্টা করছি মাত্র। তবে সম্পর্কের শুরু থেকেই আমাদের একে অপরের প্রতি একটা অনুভূতি ছিল।’’  photo source collected
কিন্তু কার জন্য হারলিনকে ছাড়লেন ভিকি? তিনি আর কেউ নন ভূমি পেডনেকর। একটি টেলিভিশন শো’য়ে করণের প্রশ্নের উত্তরে ভিকি বলেছিলেন, ‘‘কমন ফ্রেন্ডের মাধ্যমে দু’জনের আলাপ হয়েছে। তবে এটা সবে ২০১৮ থেকেশুরু হয়েছে। এটা নিয়ে এখনও সেভাবে কথা বলার সময় আসেনি। আমরা সবে একে অপরকে জানার চেষ্টা করছি মাত্র। তবে সম্পর্কের শুরু থেকেই আমাদের একে অপরের প্রতি একটা অনুভূতি ছিল।’’ photo source collected
advertisement
3/5
প্রথমে শোনা গিয়েছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের ঘনিষ্ঠতা বাড়ার কারণেই নাকি হারলিনের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙেছে।  photo source collected
প্রথমে শোনা গিয়েছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের ঘনিষ্ঠতা বাড়ার কারণেই নাকি হারলিনের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙেছে। photo source collected
advertisement
4/5
পরিচালক ভানু প্রতাপ সিংহের একটি হরর ফিল্মে অভিনয় করছেন ভিকি। একটি ছোট চরিত্রে অভিনয় করছেন ভূমি পেডনেকরও। সেই ছবির শুটের সময় থেকেই নাকি ঘনিষ্ঠতা বেড়েছে ভূমি ও ভিকির। তার পর থেকেই হারলিন দূরে সরে গিয়েছেন ভিকির। photo source collected
পরিচালক ভানু প্রতাপ সিংহের একটি হরর ফিল্মে অভিনয় করছেন ভিকি। একটি ছোট চরিত্রে অভিনয় করছেন ভূমি পেডনেকরও। সেই ছবির শুটের সময় থেকেই নাকি ঘনিষ্ঠতা বেড়েছে ভূমি ও ভিকির। তার পর থেকেই হারলিন দূরে সরে গিয়েছেন ভিকির। photo source collected
advertisement
5/5
কর্ণ জোহর প্রযোজনা সংস্থার ছবি ‘তখত’-এ ভূমির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভিকি।  স্বাধীনতা সংগ্রামী উধম সিংহের চরিত্রে ভিকি এ বার কাজ করবেন সুজিত সরকারের ছবিতে। photo source collected
কর্ণ জোহর প্রযোজনা সংস্থার ছবি ‘তখত’-এ ভূমির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভিকি। স্বাধীনতা সংগ্রামী উধম সিংহের চরিত্রে ভিকি এ বার কাজ করবেন সুজিত সরকারের ছবিতে। photo source collected
advertisement
advertisement
advertisement