Ranbir Kapoor Birthday Special: শুধু সোনম-দীপিকা-ক্যাটরিনাই না, বলিউডে আরও অনেক নায়িকার সঙ্গে 'প্রেম' করেছেন রণবীর কাপুর!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং তারকা রণবীর এদিন ৩৯ বছরে পা দিলেন (Ranbir Kapoor Birthday Special)। (Ranbir Kapoor)
বলিউডের রাজপরিবার কাপুরদের রাজপুত্র রণবীর কাপুর (Ranbir Kapoor)। ঋষি কাপুর ও নীতু সিংয়ের ছেলে রণবীরের মঙ্গলবার জন্মদিন (Ranbir Kapoor Birthday Special)। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং তারকা রণবীর এদিন ৩৯ বছরে পা দিলেন (Ranbir Kapoor Birthday Special)। পরিবার ও প্রিয় মানুষেরা কী ভাবে তাঁর জন্মদিন সেলিব্রেট করছেন, তা এখনও জানা না গেলেও, বলিউডে তাঁর অসংখ্য 'প্রেমিকা'র নাম শোনাই যায়। একাধিক সময় একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। যদিও এখনও তিনি সিঙ্গল এবং বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর (Ranbir Kapoor Birthday Special)। এক ঝলকে দেখে নিন, রণবীরের গার্লফ্রেন্ডদের তালিকা।
advertisement
সোনম কাপুরের সঙ্গে একই ছবিতে বলিউডে অভিষেক করেছিলেন রণবীর কাপুর। ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির 'সাওয়ারিয়া' ছবিতেই দর্শকের মন জয় করেছিলেন রণবীর। তারই সঙ্গে জানা গিয়েছিল, অনেক ছোটবেলা থেকেই অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রণবীরের। কফি উইথ করণের কাউচে বসে সোনমও স্বীকার করেছিলেন তাঁদের সম্পর্কের কথা।
advertisement
advertisement
advertisement
দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন রণবীর কাপুর। দর্শকও তাঁদের জুটিকে পর্দায় ও তার বাইরে দারুণ পছন্দ করেছে। ২০০৮ সালে 'বচনা অ্যায় হাসিনো' ছবি থেকেই তাঁদের প্রেমের শুরু। অনেক সময়ই এর পর তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে সময় কাটাতে। নিজের ঘাড়ে রণবীরের নাম ট্যাটুও করেছিলেন দীপিকা। যদিও পরে শোনা যায়, দীপিকাকে ঠকিয়েছিলেন রণবীর। সম্পর্কও ভেঙে যায় তাঁদের। সেই সময়ই রণবীরের জীবনে প্রবেশ করেন ক্যাটরিনা কাইফ।
advertisement
advertisement
advertisement