ব্রেন স্ট্রোকের পর কেমন রয়েছেন 'আশিকি'-র হিরো? যা জানাচ্ছেন চিকিৎসকরা

Last Updated:
রাহুলের ভাই রোহিত রয়েছেন কানাডায়৷ তাঁর সঙ্গেও নিয়মিত কথা হচ্ছে পরিচালকের৷
1/5
•ধীরে ধীরে সেরে উঠছেন 'আশিকি' অভিনেতা রাহুল রায়৷ সোমবার কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রাহুল রায় ৷ তড়িঘড়ি তাঁকে মুম্বই উড়িয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ ভবিষ্যতে সমস্যা এড়াতে স্টেন্ট বসানো হতে পারে তাঁর৷
•ধীরে ধীরে সেরে উঠছেন 'আশিকি' অভিনেতা রাহুল রায়৷ সোমবার কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রাহুল রায় ৷ তড়িঘড়ি তাঁকে মুম্বই উড়িয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ ভবিষ্যতে সমস্যা এড়াতে স্টেন্ট বসানো হতে পারে তাঁর৷
advertisement
2/5
•রাহুল রায়ের শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলেই স্টেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হবে৷ জানিয়েছেন পরিচালক নীতিন কুমার গুপ্তা৷ অভিনেতার চিকিৎসার যাবতীয় খরচের দেখভাল করছেন নীতিনই৷
•রাহুল রায়ের শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলেই স্টেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হবে৷ জানিয়েছেন পরিচালক নীতিন কুমার গুপ্তা৷ অভিনেতার চিকিৎসার যাবতীয় খরচের দেখভাল করছেন নীতিনই৷
advertisement
3/5
•যেহেতু নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না অভিনেতা, তাই অন্যদের থেকে আর্থিক সাহায্যও চাওয়া হয়েছে৷ যা পরবর্তীতে সুস্থ হয়ে ফিরিয়ে দেবেন রাহুল৷
•যেহেতু নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না অভিনেতা, তাই অন্যদের থেকে আর্থিক সাহায্যও চাওয়া হয়েছে৷ যা পরবর্তীতে সুস্থ হয়ে ফিরিয়ে দেবেন রাহুল৷
advertisement
4/5
•রাহুলের ভাই রোহিত রয়েছেন কানাডায়৷ তাঁর সঙ্গেও নিয়মিত কথা হচ্ছে পরিচালকের৷ তিনিই জানিয়েছেন যে রাহুল রায় এখন কিছুটা হলেও সুস্থতার পথে৷ ভাইয়ের সঙ্গে ১ মিনিট মতো কথা বলতে পেরেছেন তিনি৷ ধীরে ধীরে রাহুলের জ্ঞান আসছেন বলেও জানিয়েছেন পরিচালক৷
•রাহুলের ভাই রোহিত রয়েছেন কানাডায়৷ তাঁর সঙ্গেও নিয়মিত কথা হচ্ছে পরিচালকের৷ তিনিই জানিয়েছেন যে রাহুল রায় এখন কিছুটা হলেও সুস্থতার পথে৷ ভাইয়ের সঙ্গে ১ মিনিট মতো কথা বলতে পেরেছেন তিনি৷ ধীরে ধীরে রাহুলের জ্ঞান আসছেন বলেও জানিয়েছেন পরিচালক৷
advertisement
5/5
•তাঁর ডান হেমিস্ফিয়ারে অ্যাটাক হওয়ায় অভিনেতার মুখের ডান দিক এবং ডান হাতটি কর্মক্ষমতা হারিয়েছে । ফলে ওষুধের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে । রাহুল রায়ের ভক্তদের কাছে তাঁর আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি ।
•তাঁর ডান হেমিস্ফিয়ারে অ্যাটাক হওয়ায় অভিনেতার মুখের ডান দিক এবং ডান হাতটি কর্মক্ষমতা হারিয়েছে । ফলে ওষুধের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে । রাহুল রায়ের ভক্তদের কাছে তাঁর আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি ।
advertisement
advertisement
advertisement