আর কে স্টুডিও ভেঙে তৈরি হচ্ছে বিলাসবহুল ফ্ল্যাট! রাজ কাপুরের স্বপ্নকে আগলে রাখতে পারলেন না কাপুররা!

Last Updated:
1/5
রাজ কাপুরের স্মৃতি বিজরিত ঐতিহ্যবাহী আর কে স্টুডিও গোদরেজ প্রপার্টিজের কাছে বিক্রি করে দিল কাপুররা। আর কে স্টুডিও কেনার খবর সংবাদমাধ্যমকে জানায় গোদরেজ প্রপার্টিজের কর্মকর্তারা।  photo source collected
রাজ কাপুরের স্মৃতি বিজরিত ঐতিহ্যবাহী আর কে স্টুডিও গোদরেজ প্রপার্টিজের কাছে বিক্রি করে দিল কাপুররা। আর কে স্টুডিও কেনার খবর সংবাদমাধ্যমকে জানায় গোদরেজ প্রপার্টিজের কর্মকর্তারা। photo source collected
advertisement
2/5
কাপুর পরিবার, মুম্বই ফিল্ম ইন্ডিস্ট্রির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়়িত রয়েছে এই আর কে স্টুডিও। ঋষি কাপুর, রণধীর কাপুরের বাবা রাজ কাপুর ১৯৪৮ সালে এই আর কে স্টুডিও তথা আর কে ফিল্মসের প্রতিষ্ঠা করেন। আগ (১৯৪৮) বরসাত (১৯৪৯), আওয়ারা (১৯৫১), বুট পলিস, জাগতে রহো, শ্রী৪২০, পরবর্তীকালে জিস দেশ মে গঙ্গা বহতে হ্যায় (১৯৬০) মেরা নাম জোকার (১৯৭০) ববি (১৯৭৩) সহ অসংখ্যা জনপ্রিয় সুপার হিট ছবি আর কে ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে। তবে দীর্ঘদিন আর কে ফিল্মসের ব্যানারে আর কোনও ছবি নির্মিত হয়নি। শেষবার ১৯৯৯ সালে 'আ আব লট চলে' সিনেমাটি বানিয়েছিলেন ঋষি কাপুর নিজে।  photo source collected
কাপুর পরিবার, মুম্বই ফিল্ম ইন্ডিস্ট্রির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়়িত রয়েছে এই আর কে স্টুডিও। ঋষি কাপুর, রণধীর কাপুরের বাবা রাজ কাপুর ১৯৪৮ সালে এই আর কে স্টুডিও তথা আর কে ফিল্মসের প্রতিষ্ঠা করেন। আগ (১৯৪৮) বরসাত (১৯৪৯), আওয়ারা (১৯৫১), বুট পলিস, জাগতে রহো, শ্রী৪২০, পরবর্তীকালে জিস দেশ মে গঙ্গা বহতে হ্যায় (১৯৬০) মেরা নাম জোকার (১৯৭০) ববি (১৯৭৩) সহ অসংখ্যা জনপ্রিয় সুপার হিট ছবি আর কে ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে। তবে দীর্ঘদিন আর কে ফিল্মসের ব্যানারে আর কোনও ছবি নির্মিত হয়নি। শেষবার ১৯৯৯ সালে 'আ আব লট চলে' সিনেমাটি বানিয়েছিলেন ঋষি কাপুর নিজে। photo source collected
advertisement
3/5
ব্যস ওই পর্যন্তই তারপর আর আর কে ফিল্মসের ব্যানারে কোনও ছবি তৈরি হয়নি। শুধুমাত্র কিছু সিরিয়াল, রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের জন্যই এই আর কে স্টুডিও ভাড়া নেওয়া হত photo source collected
ব্যস ওই পর্যন্তই তারপর আর আর কে ফিল্মসের ব্যানারে কোনও ছবি তৈরি হয়নি। শুধুমাত্র কিছু সিরিয়াল, রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের জন্যই এই আর কে স্টুডিও ভাড়া নেওয়া হত photo source collected
advertisement
4/5
মুম্বই সংলগ্ন চেম্বুরে ২.২ একর জমির উপর রয়েছে এই আর কে স্টুডিও।  photo source collected
মুম্বই সংলগ্ন চেম্বুরে ২.২ একর জমির উপর রয়েছে এই আর কে স্টুডিও। photo source collected
advertisement
5/5
শুক্রবার রিয়েল এস্টেড সংস্থা গোদরেজ প্রপার্টিজের তরফে জানানো হয়, ০.৩৫ মিলিয়ান স্কোয়ার ফিটের এই জায়গায় তৈরি হবে আধুনিক বিলাসবহুল ফ্ল্যাট। পাশাপাশি, এখানে শপিং কমপ্লেক্স তৈরি করার ভাবনাচিন্তা রয়েছে বলেও খবর। তবে ঠিক কত টাকায় কাপুর পরিবারের কাজ থেকে এই আর কে স্টুডিও কেনা হল তা অবশ্য গোপন রাখা হয়েছে। ঋষি কাপুর জানিয়েছেন, ' কিছুদিনের আগেও আমার অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আর কে স্টুডিওকে নতুন করে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বাস্তবটা হল নতুন করে উঠে দাঁড়ানো সম্ভব নয়।  তবে সত্যিটা হল এই আর কে স্টুডিও কে নতুন করে গড়ে তোলায় জন্য যে পরিমান টাকা বিনিয়োগ করতে হবে পরবর্তীকালে এটা থেকে ততটা লাভ হবে না। বিশ্বাস করুন, আমাদের অনেক ভেবেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এমনকি আর কে স্টুডিওতে আগুন লাগার আগেও এটি আমাদের কাছে একটা বড় সাদা হাতি পোষা ছাড়া আর কিছুই ছিল না। খুব কম সিনেমা, সিরিয়ালের জন্যই এই স্টুডিওটা ভাড়া করা হত। অথচ এটা চালিয়ে নিয়ে যাওয়ার খরচ হচ্ছে অত্যন্ত বেশি।' photo source collected
শুক্রবার রিয়েল এস্টেড সংস্থা গোদরেজ প্রপার্টিজের তরফে জানানো হয়, ০.৩৫ মিলিয়ান স্কোয়ার ফিটের এই জায়গায় তৈরি হবে আধুনিক বিলাসবহুল ফ্ল্যাট। পাশাপাশি, এখানে শপিং কমপ্লেক্স তৈরি করার ভাবনাচিন্তা রয়েছে বলেও খবর। তবে ঠিক কত টাকায় কাপুর পরিবারের কাজ থেকে এই আর কে স্টুডিও কেনা হল তা অবশ্য গোপন রাখা হয়েছে। ঋষি কাপুর জানিয়েছেন, ' কিছুদিনের আগেও আমার অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আর কে স্টুডিওকে নতুন করে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বাস্তবটা হল নতুন করে উঠে দাঁড়ানো সম্ভব নয়। তবে সত্যিটা হল এই আর কে স্টুডিও কে নতুন করে গড়ে তোলায় জন্য যে পরিমান টাকা বিনিয়োগ করতে হবে পরবর্তীকালে এটা থেকে ততটা লাভ হবে না। বিশ্বাস করুন, আমাদের অনেক ভেবেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এমনকি আর কে স্টুডিওতে আগুন লাগার আগেও এটি আমাদের কাছে একটা বড় সাদা হাতি পোষা ছাড়া আর কিছুই ছিল না। খুব কম সিনেমা, সিরিয়ালের জন্যই এই স্টুডিওটা ভাড়া করা হত। অথচ এটা চালিয়ে নিয়ে যাওয়ার খরচ হচ্ছে অত্যন্ত বেশি।' photo source collected
advertisement
advertisement
advertisement