শুধু আংটি নয়, হিরেখচিত এই ব্রেসলেট বদল করেছেন নিক-প্রিয়াঙ্কা
Bangla Editor
1/ 6
• বলিউড-সহ গোটা দেশের সিনেপ্রেমীরা এখন তাকিয়ে রয়েচে নভেম্বর পাশের দিকে ৷ দুই মেগা স্টারের বিয়ে বলে কথা ৷ এক দিকে দীপিকা-রণবীর, অন্যদিকে নিক-প্রিয়াঙ্কা ৷
2/ 6
• দুই হাইপ্রোফাইল বিয়ের প্রস্তুতিতে এখন শুরু হয়ে গিয়েছে দিন গোনা ৷ নিক-প্রিয়াঙ্কার রোকা বা বাগদান পর্ব আগেই হয়ে গিয়েছে ৷ এখন শুধু ছাদনাতলায় পৌঁছনোর অপেক্ষা ৷ যতদূর জানা গিয়েছে, যোধপুরের উমেদ ভবনে বসবে তাঁদের বিয়ের আসর ৷
3/ 6
• গত ১৮ অগস্ট মুম্বইতে প্রিয়াঙ্কার বাড়িতেই রোকা অনুষ্ঠান হয়েছে ৷ এই অনুষ্ঠানে আংটিও বদল করেছেন দেশি গার্ল আর হবু মার্কিন জামাই ৷ শোনা গিয়েছে, আমেরিকার বিখ্যাত ‘টিফনি অ্যান্ড কোং’ থেকে প্রিয়াঙ্কার জন্য বিয়ের আংটি কিনেছেন নিক ৷
4/ 6
• এই আংটি কেনার জন্য নাকি কয়েক ঘণ্টার জন্য টিফনি স্টোর সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন নিক ৷ তবে শুধুই আংটি বদল নয়, বাগদানের অনুষ্ঠানে হিরে খচিত বহুমূল্য ব্রেসলেটও বদল করেছেন এই লভ বার্ডস৷ ৷
5/ 6
• তবে এই ব্রেসলেটের ডিজাইন খাঁটি ভারতীয় ৷ মণীশ এবং প্রিয়াঙ্কা সিংভির ‘জেমস অ্যান্ড আর্ট প্লাজা’ থেকে দু’টি ব্রেসলেট কিনেছিলেন নিয়াঙ্কা ৷ যোধপুরের ক্লাসিক ফ্যাশনকেই বেছে নিয়েছিলেন তাঁরা ৷
6/ 6
• শুধু তাই নয়, রোকার দিন রাতের পার্টিতে প্রিয়াঙ্কা গলায় যে দু’ছড়া নেকপিসটি পরেছিলেন সেটিও এই দোকান থেকেই কেনা ৷
শুধু আংটি নয়, হিরেখচিত এই ব্রেসলেট বদল করেছেন নিক-প্রিয়াঙ্কা
• বলিউড-সহ গোটা দেশের সিনেপ্রেমীরা এখন তাকিয়ে রয়েচে নভেম্বর পাশের দিকে ৷ দুই মেগা স্টারের বিয়ে বলে কথা ৷ এক দিকে দীপিকা-রণবীর, অন্যদিকে নিক-প্রিয়াঙ্কা ৷
শুধু আংটি নয়, হিরেখচিত এই ব্রেসলেট বদল করেছেন নিক-প্রিয়াঙ্কা
• দুই হাইপ্রোফাইল বিয়ের প্রস্তুতিতে এখন শুরু হয়ে গিয়েছে দিন গোনা ৷ নিক-প্রিয়াঙ্কার রোকা বা বাগদান পর্ব আগেই হয়ে গিয়েছে ৷ এখন শুধু ছাদনাতলায় পৌঁছনোর অপেক্ষা ৷ যতদূর জানা গিয়েছে, যোধপুরের উমেদ ভবনে বসবে তাঁদের বিয়ের আসর ৷
শুধু আংটি নয়, হিরেখচিত এই ব্রেসলেট বদল করেছেন নিক-প্রিয়াঙ্কা
• গত ১৮ অগস্ট মুম্বইতে প্রিয়াঙ্কার বাড়িতেই রোকা অনুষ্ঠান হয়েছে ৷ এই অনুষ্ঠানে আংটিও বদল করেছেন দেশি গার্ল আর হবু মার্কিন জামাই ৷ শোনা গিয়েছে, আমেরিকার বিখ্যাত ‘টিফনি অ্যান্ড কোং’ থেকে প্রিয়াঙ্কার জন্য বিয়ের আংটি কিনেছেন নিক ৷
শুধু আংটি নয়, হিরেখচিত এই ব্রেসলেট বদল করেছেন নিক-প্রিয়াঙ্কা
• এই আংটি কেনার জন্য নাকি কয়েক ঘণ্টার জন্য টিফনি স্টোর সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন নিক ৷ তবে শুধুই আংটি বদল নয়, বাগদানের অনুষ্ঠানে হিরে খচিত বহুমূল্য ব্রেসলেটও বদল করেছেন এই লভ বার্ডস৷ ৷
শুধু আংটি নয়, হিরেখচিত এই ব্রেসলেট বদল করেছেন নিক-প্রিয়াঙ্কা
• তবে এই ব্রেসলেটের ডিজাইন খাঁটি ভারতীয় ৷ মণীশ এবং প্রিয়াঙ্কা সিংভির ‘জেমস অ্যান্ড আর্ট প্লাজা’ থেকে দু’টি ব্রেসলেট কিনেছিলেন নিয়াঙ্কা ৷ যোধপুরের ক্লাসিক ফ্যাশনকেই বেছে নিয়েছিলেন তাঁরা ৷