ফের বিয়ের পিঁড়িতে অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj Marriage)। এবং আশ্চর্যের বিষয় হল নিজের ১১ তম বিবাহবার্ষিকীর দিনেই ফের বিয়ে করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ রাজের দ্বিতীয় বিয়ের সমস্ত ছবি ভাইরাল হয়েছে নিমেষে (Prakash Raj Viral)।
2/ 6
সিংহম থেকে ওয়ান্টেড, বলিউডের অন্যতম সেরা ভিলেন অভিনেতা প্রকাশ রাজ। ৫৬ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি ফের বিয়ের পর্ব সারলেন, তাও আবার ছেলের অনুরোধে। স্ত্রী পনি ভার্মার সঙ্গেই ফের একবার বিয়ে করেছেন প্রকাশ।
3/ 6
বিয়ের ছবি ট্যুইটারে শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনেই জানিয়েছেন, 'আজ রাতে আমরা ফের বিয়ে করলাম, কারণ আমাদের ছেলে এই বিয়ের সাক্ষী থাকতে চেয়েছে'। ছেলের আবদারেই ফের একবার নিজের স্ত্রীকে বিয়ে করে আংটি পরিয়ে দিয়েছেন প্রকাশ।
4/ 6
বিয়ের ছবি শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে স্ত্রীকে চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ৪৫ বছর বয়সে দ্বিতীয়বার নিজের ভালোবাসার খোঁজ পেয়েছিলেন প্রকাশ রাজ।
5/ 6
২০০৯ সালে স্ত্রী ললিতা কুমারীর সঙ্গে বিচ্ছেদের এক বছর পর পনি ভর্মাকে বিয়ে করেন প্রকাশ। ছবির সেটেই পনির সঙ্গে আলাপ হয়েছিল প্রকাশের। কোরিওগ্রাফি টিমের অংশ ছিলেন পনি।
6/ 6
১১ তম বিবাহবার্ষিকীতে দ্বিতীয় স্ত্রীকে ফের বিয়ে করে তিন নম্বর বিয়েটা সারলেন প্রকাশ রাজ। তবে পাত্রী বদল হল না। প্রকাশের প্রথম পক্ষের দুই সন্তান মেঘনা এবং পূজার সঙ্গেও দারুণ সম্পর্ক পনির। বাবার বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে শামিল হয়েছিল তাঁরাও।