শরীর যেন আগুন! ৪০ বছরেও স্যুইমস্যুটে ঝড় তুললেন শ্বেতা তিওয়াড়ি ও তাঁর মেয়ে

Last Updated:
৪০ বছরের শ্বেতা এখনও মেয়ে পলকের সঙ্গে সমানে সমানে টক্কর দেন । পলকের বয়স সবে ২০ । তবে বলে না দিলে কেউ বুঝতেও পারবেন না, সত্যিই তাঁরা মা-মেয়ে ।
1/6
• শ্বেতা তিওয়াড়ি আর তাঁর মেয়ে পলক তিওয়াড়ি, যখনই একসঙ্গে প্রকাশ্যে আসেন, সেই ছবি হট কেক না হয়ে যায় না । দর্শকদের দারুণ পছন্দের এই মা-মেয়ের জুটি । তাঁরা দু’জনেই ভীষণ এনজয় করেন এই সম্পর্কের রসায়নটা। Pic: Instagram
• শ্বেতা তিওয়াড়ি আর তাঁর মেয়ে পলক তিওয়াড়ি, যখনই একসঙ্গে প্রকাশ্যে আসেন, সেই ছবি হট কেক না হয়ে যায় না । দর্শকদের দারুণ পছন্দের এই মা-মেয়ের জুটি । তাঁরা দু’জনেই ভীষণ এনজয় করেন এই সম্পর্কের রসায়নটা। Pic: Instagram
advertisement
2/6
• ৪০ বছরের শ্বেতা এখনও মেয়ে পলকের সঙ্গে সমানে সমানে টক্কর দেন । পলকের বয়স সবে ২০ । তবে বলে না দিলে কেউ বুঝতেও পারবেন না, সত্যিই তাঁরা মা-মেয়ে । Pic: Instagram
• ৪০ বছরের শ্বেতা এখনও মেয়ে পলকের সঙ্গে সমানে সমানে টক্কর দেন । পলকের বয়স সবে ২০ । তবে বলে না দিলে কেউ বুঝতেও পারবেন না, সত্যিই তাঁরা মা-মেয়ে । Pic: Instagram
advertisement
3/6
• তাঁর মা এক সময় টেলি-সেনসেশন ছিলেন ৷ সেই বিখ্যাত মায়ের মেয়ে পলক এখন হটনেসে কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া ৷ মায়ের মতোই ছিপছিপে আর তীক্ষ্ণ লুকস পেয়েছেন পলক ৷ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উপচে পড়ছে দুর্দান্ত স্টাইলিশ ফোটোশুটে ৷  Pic: Instagram
• তাঁর মা এক সময় টেলি-সেনসেশন ছিলেন ৷ সেই বিখ্যাত মায়ের মেয়ে পলক এখন হটনেসে কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া ৷ মায়ের মতোই ছিপছিপে আর তীক্ষ্ণ লুকস পেয়েছেন পলক ৷ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উপচে পড়ছে দুর্দান্ত স্টাইলিশ ফোটোশুটে ৷ Pic: Instagram
advertisement
4/6
•  ২০১৮-তে খবরের শিরনামে এসেছিলেন পলক ৷ শোনা যাচ্ছিল, নাকি দর্শিল সাফারির সঙ্গে বি-টাউনে ডেবিউ করবেন পলক ৷ কিন্তু সে খবর গুজব ছাড়া আর কিছুই ছিল না ৷ তবে এ বার সত্যিই বি-টাউনে পা রাখতে চলেছেন পলক । সম্ভবত ‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ দিয়ে বিনোদন জগতে পা দেবেন তিনি । Pic: Instagram
• ২০১৮-তে খবরের শিরনামে এসেছিলেন পলক ৷ শোনা যাচ্ছিল, নাকি দর্শিল সাফারির সঙ্গে বি-টাউনে ডেবিউ করবেন পলক ৷ কিন্তু সে খবর গুজব ছাড়া আর কিছুই ছিল না ৷ তবে এ বার সত্যিই বি-টাউনে পা রাখতে চলেছেন পলক । সম্ভবত ‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ দিয়ে বিনোদন জগতে পা দেবেন তিনি । Pic: Instagram
advertisement
5/6
• শ্বেতার প্রথম স্বামী রাজা চৌধুরি পলকের বাবা ৷ রাজার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে আবার বিয়ে করেন শ্বেতা । অভিনব কোহলির সঙ্গে তাঁর তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে । Pic: Instagram
• শ্বেতার প্রথম স্বামী রাজা চৌধুরি পলকের বাবা ৷ রাজার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে আবার বিয়ে করেন শ্বেতা । অভিনব কোহলির সঙ্গে তাঁর তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে । Pic: Instagram
advertisement
6/6
• ২০১৩-এ তিনি অভিনব কোহলির সঙ্গে বিয়ে করেন ৷ ২০১৬-এ তাদের সন্তান রেয়ানশের জন্ম হয় ৷ কিন্তু এই বিয়েতেও সুখের দাম্পত্য পাননি শ্বেতা। বধূ নির্যাতনের অভিযোগ আনেন অভিনবের বিরুদ্ধে । এর পাশাপাশি শ্বেতার অভিযোগ ছিল, অভিনব তাঁর মেয়ে শ্বেতার দিকে খারাপ নজর দিয়েছে । তাঁকে খারাপভাবে স্পর্শও করেছে । Pic: Instagram
• ২০১৩-এ তিনি অভিনব কোহলির সঙ্গে বিয়ে করেন ৷ ২০১৬-এ তাদের সন্তান রেয়ানশের জন্ম হয় ৷ কিন্তু এই বিয়েতেও সুখের দাম্পত্য পাননি শ্বেতা। বধূ নির্যাতনের অভিযোগ আনেন অভিনবের বিরুদ্ধে । এর পাশাপাশি শ্বেতার অভিযোগ ছিল, অভিনব তাঁর মেয়ে শ্বেতার দিকে খারাপ নজর দিয়েছে । তাঁকে খারাপভাবে স্পর্শও করেছে । Pic: Instagram
advertisement
advertisement
advertisement