1/ 6


• সদ্যই শেষ হয়েছে দীর্ঘ বিয়ের অনুষ্ঠান ৷ বলি-সেলেবদের নিয়ে রিসেপশন পার্টিটাই শুধু বাকি ৷ ১ ডিসেম্বর মুম্বইতেই হবে সেই পার্টি ৷ তার আগে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিতে গেলেন দীপ-বীর ৷
2/ 6


• এই মুহূর্তে নতুন শ্বশুরবাড়িতেই রয়েছেন দীপস ৷ কিন্তু শোনা যাচ্ছে, নতুন কিছুদিনের মধ্যেই নাকি নতুন অ্যাপার্টমেন্টে উঠে যাবেন তাঁরা ৷ নতুন সংসার শুরুর আগে তাই পরিবারের সকলের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গেল যুগলকে ৷
5/ 6


• অন্যদিকে দীপিকা বেছে নিয়েছিলেন, এ-লাইন সাদামাটা কুর্তা আর ওয়াইড লেগড প্যান্ট ৷ তবে দুপাট্টায় ছিল ভারি কাজ করা ৷ কানেও ভারি দুল পরেছিলেন ‘পদ্মাবতী’ ৷