*কিন্তু বেলা বাড়তেই উধাও হয়ে গেল নেহার বেবি বাম্প! ভাবছেন ভুল পড়ছেন? মোটেই নয়। নেহা এবং রোহণপ্রীতকে শুক্রবার দুপুরে মুম্বই এয়ারপোর্টে দেখা যায়। সেখানে নেহা শরীরে 'বেবি বাম্প'-র কোনও চিহ্ন পর্যন্ত ছিল না। এমনকি পাপারাৎজিদের তোলা ছবিতেও নেহার কোনও বেবি বাম্পের দেখা মেলেনি। ছবি: ভাইরালভয়ানি ইনস্টাগ্রাম।
*স্বাভাবিকভাবেই মুম্বই বিমানবন্দরের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন তাঁর অনুরাগীরা। ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন গায়িকাও। সেখানেই অনেকে লিখেছেন, আদিত্য নারায়ণকে বিয়ে করার খবর রটিয়ে নেহা ঠিক যেমন প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন, এ বারেও সম্ভবত সে রকমই কাজ করলেন। ছবি: ইনস্টাগ্রাম।