মা হচ্ছেন না নেহা কক্কর! জনপ্রিয়তা পেতে 'বেবি বাম্প' নিয়ে মিথ্যা প্রচার! এয়ারপোর্টে নেহা-রোহণের ছবি তুমুল ভাইরাল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
সকালে ঘুম ভেঙেছিল গায়িকা নেহা কক্করের মা হতে চলার খবরে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজেই সে খবর জানিয়েছিলেন অসংখ্য অনুরাগীকে। কিন্তু বেলা বাড়তেই উধাও হয়ে গেল নেহার বেবি বাম্প!
advertisement
*কিন্তু বেলা বাড়তেই উধাও হয়ে গেল নেহার বেবি বাম্প! ভাবছেন ভুল পড়ছেন? মোটেই নয়। নেহা এবং রোহণপ্রীতকে শুক্রবার দুপুরে মুম্বই এয়ারপোর্টে দেখা যায়। সেখানে নেহা শরীরে 'বেবি বাম্প'-র কোনও চিহ্ন পর্যন্ত ছিল না। এমনকি পাপারাৎজিদের তোলা ছবিতেও নেহার কোনও বেবি বাম্পের দেখা মেলেনি। ছবি: ভাইরালভয়ানি ইনস্টাগ্রাম।
advertisement
*স্বাভাবিকভাবেই মুম্বই বিমানবন্দরের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন তাঁর অনুরাগীরা। ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন গায়িকাও। সেখানেই অনেকে লিখেছেন, আদিত্য নারায়ণকে বিয়ে করার খবর রটিয়ে নেহা ঠিক যেমন প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন, এ বারেও সম্ভবত সে রকমই কাজ করলেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement