পুরনো গয়না পরেই বিয়ের আসরে নাতাশা দালাল, ব্যাপক ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়

Last Updated:
দু’জনের চোখ ধাঁধানো আউটফিটের ছবিতে মুহূর্তে ভরে যায় সোশ্যাল মিডিয়া । নাতাশার ব্রাইডাল লুকের একটি ভিডিও-ও ভাইরাল হয়ে নেটদুনিয়ায় ।
1/7
• বিয়ে তো প্রতিটা মানুষের জীবনেই খুব স্পেশ্যাল একটা ঘটনা । সেই দিনটাকে নিজের মনের মতো করে সাজাতে ভালবাসেন প্রত্যেকেই । বিশেষ সেই দিনটায় কখন, কী পরবেন, কেমন ভাবে সাজবেন, কেমন অনুষ্ঠান হবে তার সবটাই স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে চান সকলে । বলি তারকারাও এর ব্যতিক্রম নন । তাঁরাও এই স্পেশ্যাল দিনটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চান । কিন্তু তাঁদের ক্ষেত্রে সবটাই লোকসমক্ষে চলে আসে । ব্যক্তিগত পরিসর বলে কিছুই থাকে না । এমনকি নিজের পছন্দ মতো পোশাক পরার জন্যও কখনও সখনও ট্রোলড হতে হয় তাঁদের ।
• বিয়ে তো প্রতিটা মানুষের জীবনেই খুব স্পেশ্যাল একটা ঘটনা । সেই দিনটাকে নিজের মনের মতো করে সাজাতে ভালবাসেন প্রত্যেকেই । বিশেষ সেই দিনটায় কখন, কী পরবেন, কেমন ভাবে সাজবেন, কেমন অনুষ্ঠান হবে তার সবটাই স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে চান সকলে । বলি তারকারাও এর ব্যতিক্রম নন । তাঁরাও এই স্পেশ্যাল দিনটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চান । কিন্তু তাঁদের ক্ষেত্রে সবটাই লোকসমক্ষে চলে আসে । ব্যক্তিগত পরিসর বলে কিছুই থাকে না । এমনকি নিজের পছন্দ মতো পোশাক পরার জন্যও কখনও সখনও ট্রোলড হতে হয় তাঁদের ।
advertisement
2/7
• মাত্র কিছুদিন হল চার হাত এক হয়েছে বরুণ ধাওযান আর নাতাশা দালালের । ২৪ ফেব্রুয়ারি আলিগড়ে বসেছিল সেই বিলাসবহুল বিবাহ বাসর ।
• মাত্র কিছুদিন হল চার হাত এক হয়েছে বরুণ ধাওযান আর নাতাশা দালালের । ২৪ ফেব্রুয়ারি আলিগড়ে বসেছিল সেই বিলাসবহুল বিবাহ বাসর ।
advertisement
3/7
• চোখ ধাঁধানো, রূপকথার বিয়ের নানারকম ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষেই । মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন বর-কনে ।
• চোখ ধাঁধানো, রূপকথার বিয়ের নানারকম ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষেই । মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন বর-কনে ।
advertisement
4/7
• তাঁদের পোশাকের থিম রং ছিল সাদা । মেহেন্দি থেকে বিয়ে....সবক্ষেত্রেই সাদা রংকে বেছে নিয়েছিলেন বরুণ-নাতাশা । বরুণ পরেছিলেন সাদা শেরওয়ানি-কুর্তা । সঙ্গে মিল্কি ব্লু দুপাট্টা । নাতাশার সাদা লেহেঙ্গা-চোলির সঙ্গে ছিল ম্যাচিং ডায়মণ্ড জুয়েলারি ।
• তাঁদের পোশাকের থিম রং ছিল সাদা । মেহেন্দি থেকে বিয়ে....সবক্ষেত্রেই সাদা রংকে বেছে নিয়েছিলেন বরুণ-নাতাশা । বরুণ পরেছিলেন সাদা শেরওয়ানি-কুর্তা । সঙ্গে মিল্কি ব্লু দুপাট্টা । নাতাশার সাদা লেহেঙ্গা-চোলির সঙ্গে ছিল ম্যাচিং ডায়মণ্ড জুয়েলারি ।
advertisement
5/7
• দু’জনের চোখ ধাঁধানো আউটফিটের ছবিতে মুহূর্তে ভরে যায় সোশ্যাল মিডিয়া । নাতাশার ব্রাইডাল লুকের একটি ভিডিও-ও ভাইরাল হয়ে নেটদুনিয়ায় ।
• দু’জনের চোখ ধাঁধানো আউটফিটের ছবিতে মুহূর্তে ভরে যায় সোশ্যাল মিডিয়া । নাতাশার ব্রাইডাল লুকের একটি ভিডিও-ও ভাইরাল হয়ে নেটদুনিয়ায় ।
advertisement
6/7
• আর এরপরেই শুরু হয়ে যায় ট্রোলিং । নাতাশার হিরের নেকলেসের সেটটি নাকি পুরোনো । নেটিজেনদের বক্তব্য, ওই সেটটি নাতাশা আগেও একটি হাইপ্রোফাইল বিয়েতে পরেছিলেন । নিজের বিয়েতেও সেই পুরোনো গয়নাতেই সেজেছেন মিসেস ধাওয়ান । এরপরেই শুরু হয় ব্যাপক ট্রোলিং ।
• আর এরপরেই শুরু হয়ে যায় ট্রোলিং । নাতাশার হিরের নেকলেসের সেটটি নাকি পুরোনো । নেটিজেনদের বক্তব্য, ওই সেটটি নাতাশা আগেও একটি হাইপ্রোফাইল বিয়েতে পরেছিলেন । নিজের বিয়েতেও সেই পুরোনো গয়নাতেই সেজেছেন মিসেস ধাওয়ান । এরপরেই শুরু হয় ব্যাপক ট্রোলিং ।
advertisement
7/7
• যদিও এই সব বিতর্কে একেবারেই কান দেননি নবদম্পতি । লোক তো কত কিছুই বলে...সব কথাকে পাত্তা দিলে চলে না ।
• যদিও এই সব বিতর্কে একেবারেই কান দেননি নবদম্পতি । লোক তো কত কিছুই বলে...সব কথাকে পাত্তা দিলে চলে না ।
advertisement
advertisement
advertisement