• বিয়ে তো প্রতিটা মানুষের জীবনেই খুব স্পেশ্যাল একটা ঘটনা । সেই দিনটাকে নিজের মনের মতো করে সাজাতে ভালবাসেন প্রত্যেকেই । বিশেষ সেই দিনটায় কখন, কী পরবেন, কেমন ভাবে সাজবেন, কেমন অনুষ্ঠান হবে তার সবটাই স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে চান সকলে । বলি তারকারাও এর ব্যতিক্রম নন । তাঁরাও এই স্পেশ্যাল দিনটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চান । কিন্তু তাঁদের ক্ষেত্রে সবটাই লোকসমক্ষে চলে আসে । ব্যক্তিগত পরিসর বলে কিছুই থাকে না । এমনকি নিজের পছন্দ মতো পোশাক পরার জন্যও কখনও সখনও ট্রোলড হতে হয় তাঁদের ।