'খামোশি'-তে মণীষা কৈরালার বাবা হয়েছিলেন নানা পাটেকর, বাস্তবে তাঁদের প্রেম আগুন জ্বালিয়েছিল...

Last Updated:
নানার ক্যারিশমার কাছে তিনি ধরা না দিয়ে পারলেন না মনীষা ! ছুটতে শুরু করল দুজনের প্রেমের রেলগাড়ি।
1/5
'খামোশি' ছবিতে মনীষা কৈরালার বাবা হয়েছিলেন নানা পাটেকর, কিন্তু বাস্তবে তাঁদের প্রেম আগুন জ্বালিয়েছিল! ১৯৯৬ সালে 'অগ্নি সাক্ষী' সিনেমার শুটিং চলাকালীন মনীষার প্রেমে পড়েন নানা। তখন সবে অভিনেতা বিবেক মুশরানের সঙ্গে ব্রেক আপ হয়েছে মনীষার। কিন্তু নানার ক্যারিশমার কাছে তিনি ধরা না দিয়ে পারলেন না! ছুটতে শুরু করল দুজনের প্রেমের রেলগাড়ি।
'খামোশি' ছবিতে মনীষা কৈরালার বাবা হয়েছিলেন নানা পাটেকর, কিন্তু বাস্তবে তাঁদের প্রেম আগুন জ্বালিয়েছিল! ১৯৯৬ সালে 'অগ্নি সাক্ষী' সিনেমার শুটিং চলাকালীন মনীষার প্রেমে পড়েন নানা। তখন সবে অভিনেতা বিবেক মুশরানের সঙ্গে ব্রেক আপ হয়েছে মনীষার। কিন্তু নানার ক্যারিশমার কাছে তিনি ধরা না দিয়ে পারলেন না! ছুটতে শুরু করল দুজনের প্রেমের রেলগাড়ি।
advertisement
2/5
'অগ্নি সাক্ষী'র পর সে-বছরই সঞ্জয় লীলা বনসালির 'খামোশি'তে একসঙ্গে অভিনয় করলেন মনীষা কৈরালা আর নানা পাটেকর। ততদিনে তাঁদের প্রেম কাহিনী আর গোপন নেই, বলিউডের অলিতে গলিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে! মনীষার প্রতিবেশীরা জানিয়েছিলেন, মাঝেমধ্যেই নাকি ভোর রাতে অভিনেত্রীর বাড়ি থেকে বের হতে দেখা যেত নানা পাটেকরকে।
'অগ্নি সাক্ষী'র পর সে-বছরই সঞ্জয় লীলা বনসালির 'খামোশি'তে একসঙ্গে অভিনয় করলেন মনীষা কৈরালা আর নানা পাটেকর। ততদিনে তাঁদের প্রেম কাহিনী আর গোপন নেই, বলিউডের অলিতে গলিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে! মনীষার প্রতিবেশীরা জানিয়েছিলেন, মাঝেমধ্যেই নাকি ভোর রাতে অভিনেত্রীর বাড়ি থেকে বের হতে দেখা যেত নানা পাটেকরকে।
advertisement
3/5
সেই সময় স্ত্রীর সঙ্গে সেপারেশনে ছিলেন নানা পাটেকর। মনীষার ঘনিষ্ঠ বন্ধুদের থেকে জানা যায়, মনীষাকে নিয়ে ভীষণ পজেসিভ হয়ে পড়েছিলেন নানা। তাঁর পোশাক, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে বাঁধ সাধা শুরু করলেন। দু'জনের মধ্যে দূরত্ব আসতে শুরু করল।
সেই সময় স্ত্রীর সঙ্গে সেপারেশনে ছিলেন নানা পাটেকর। মনীষার ঘনিষ্ঠ বন্ধুদের থেকে জানা যায়, মনীষাকে নিয়ে ভীষণ পজেসিভ হয়ে পড়েছিলেন নানা। তাঁর পোশাক, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে বাঁধ সাধা শুরু করলেন। দু'জনের মধ্যে দূরত্ব আসতে শুরু করল।
advertisement
4/5
নানা-মনীষার সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছাল যখন দুজনের মাঝে চলে এলেন অভিনেত্রী আয়েশা ঝুলকা! শোনা যায়, একবার নাকি মনীষা নানা আর আয়েশাকে বন্ধ ঘরে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেছিলেন। ধীরে ধীরে সম্পর্কে চিড় ধরল...!
নানা-মনীষার সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছাল যখন দুজনের মাঝে চলে এলেন অভিনেত্রী আয়েশা ঝুলকা! শোনা যায়, একবার নাকি মনীষা নানা আর আয়েশাকে বন্ধ ঘরে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেছিলেন। ধীরে ধীরে সম্পর্কে চিড় ধরল...!
advertisement
5/5
নানা কিন্তু মনীষাকে ভুলতে পারেননি। সম্পর্কে ভাঙনের কিছু সময় পর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, '' ও নিজের সঙ্গে যা করছে, দেখে আমি কান্না ধরে রাখতে পারি না। আজ ওকে নিয়ে কিছু বলার নেই। ব্রেক-আপ খুব কঠিন একটা সময়, এই যন্ত্রণাটা সেই বুঝতে পারে যে নিজে ব্রেক আপের মধ্যে দিয়ে গিয়েছে। আমি বোঝাতে পারব না, আমি কী কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি... আই মিস মনীষা!''
নানা কিন্তু মনীষাকে ভুলতে পারেননি। সম্পর্কে ভাঙনের কিছু সময় পর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, '' ও নিজের সঙ্গে যা করছে, দেখে আমি কান্না ধরে রাখতে পারি না। আজ ওকে নিয়ে কিছু বলার নেই। ব্রেক-আপ খুব কঠিন একটা সময়, এই যন্ত্রণাটা সেই বুঝতে পারে যে নিজে ব্রেক আপের মধ্যে দিয়ে গিয়েছে। আমি বোঝাতে পারব না, আমি কী কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি... আই মিস মনীষা!''
advertisement
advertisement
advertisement