'খামোশি'-তে মণীষা কৈরালার বাবা হয়েছিলেন নানা পাটেকর, বাস্তবে তাঁদের প্রেম আগুন জ্বালিয়েছিল...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নানার ক্যারিশমার কাছে তিনি ধরা না দিয়ে পারলেন না মনীষা ! ছুটতে শুরু করল দুজনের প্রেমের রেলগাড়ি।
'খামোশি' ছবিতে মনীষা কৈরালার বাবা হয়েছিলেন নানা পাটেকর, কিন্তু বাস্তবে তাঁদের প্রেম আগুন জ্বালিয়েছিল! ১৯৯৬ সালে 'অগ্নি সাক্ষী' সিনেমার শুটিং চলাকালীন মনীষার প্রেমে পড়েন নানা। তখন সবে অভিনেতা বিবেক মুশরানের সঙ্গে ব্রেক আপ হয়েছে মনীষার। কিন্তু নানার ক্যারিশমার কাছে তিনি ধরা না দিয়ে পারলেন না! ছুটতে শুরু করল দুজনের প্রেমের রেলগাড়ি।
advertisement
'অগ্নি সাক্ষী'র পর সে-বছরই সঞ্জয় লীলা বনসালির 'খামোশি'তে একসঙ্গে অভিনয় করলেন মনীষা কৈরালা আর নানা পাটেকর। ততদিনে তাঁদের প্রেম কাহিনী আর গোপন নেই, বলিউডের অলিতে গলিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে! মনীষার প্রতিবেশীরা জানিয়েছিলেন, মাঝেমধ্যেই নাকি ভোর রাতে অভিনেত্রীর বাড়ি থেকে বের হতে দেখা যেত নানা পাটেকরকে।
advertisement
advertisement
advertisement
নানা কিন্তু মনীষাকে ভুলতে পারেননি। সম্পর্কে ভাঙনের কিছু সময় পর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, '' ও নিজের সঙ্গে যা করছে, দেখে আমি কান্না ধরে রাখতে পারি না। আজ ওকে নিয়ে কিছু বলার নেই। ব্রেক-আপ খুব কঠিন একটা সময়, এই যন্ত্রণাটা সেই বুঝতে পারে যে নিজে ব্রেক আপের মধ্যে দিয়ে গিয়েছে। আমি বোঝাতে পারব না, আমি কী কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি... আই মিস মনীষা!''