‘গণধর্ষণ করা উচিত আপনার মত মেয়েকে’, প্রকাশ্যে হুমকি অনন্যা পান্ডের দিদি আলানা পান্ডেকে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
• কিছুদিন আগেই এমন প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছিল একতা কাপুর ও তাঁর ৭১ বছরের বৃদ্ধা মা শোভা কাপুরকে । বিতর্ক তৈরি হয়েছিল একতা প্রযোজিত ‘ট্রিপল এক্স’ ওয়েব সিরিজের একটি দৃশ্য নিয়ে । একতাকে ভারতীয় সেনার কাছে ক্ষমা চাইতে বলা হয় । জিতেন্দ্র-কন্যা তাতে রাজি থাকা সত্ত্বেও বন্ধ হয়নি সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি । Pic: Instagram
advertisement
advertisement
• সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ আলানা । সাহসী পোস্টে ভরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের দেওয়াল । সেখানেই বিকিনি পরা একটি ছবি কয়েকদিন আগে পোস্ট করেছিলেন আলানা । আর তারপরেই তাঁকে গণধর্ষণের হুমকি আসে । এমনকি ওই কমেন্টে আলানার বাবা-মা’কেও ট্যাগ করা হয় । যাতে তাঁরা কমেন্টটি অবশ্যই পড়েন । Pic: Instagram
advertisement
advertisement
advertisement