‘এক এক করে জামাকাপড়গুলো সব খোলো’, সিনেমায় সুযোগের পরিবর্তে পরিচালক সাজিদের প্রস্তাব, অভিযোগ মডেল-অভিনেত্রীর
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এই প্রথম নয়, বলিউডে মিটু ঝড়ের শুরুর দিকেই অনেক নিগ্রহের অভিযোগই সাজিদের নামে জমা পড়েছিল ৷ রাচেল হোয়াইট, মন্দানা করিমি থেকে পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে সরব হয়েছিলেন তাঁর এককালের বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজও ৷
advertisement
advertisement
advertisement
এই প্রথম নয়, বলিউডে মিটু ঝড়ের শুরুর দিকেই অনেক নিগ্রহের অভিযোগই সাজিদের নামে জমা পড়েছিল ৷ রাচেল হোয়াইট, মন্দানা করিমি থেকে পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে সরব হয়েছিলেন তাঁর এককালের বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজও ৷ এরপরেই অক্ষয় কুমার, বিপাশা বসুর মতো একাধিক তারকা কাজ করতে নারাজ হওয়া জনপ্রিয় হাউসফুল ফ্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সাজিদকে ৷ ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাজিদকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
advertisement