Manushi Chhillar Hot Photos: রেশমের ছোট্ট পোশাকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা, ভক্তদের নজর কাড়ছেন এই নতুন নায়িকা!

Last Updated:
নতুন ফটোশ্যুটে নজর কেড়েছেন নবাগতা নায়িকা মানুষী চিল্লর (Manushi Chhillar Hot Photos)।
1/10
খুব শীঘ্রই বলিউডে অভিষেক হতে চলেছে বিশ্বসুন্দরী মানুষী চিল্লরের। এবার তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে 'পৃথ্বীরাজ' ছবিতে (Manushi Chhillar Hot Photos)। তার আগেই ভক্তদের মন জয় করছেন মানুষী। নতুন ফটোশ্যুটে নজর কেড়েছেন নবাগতা নায়িকা মানুষী চিল্লর (Manushi Chhillar Hot Photos)।
খুব শীঘ্রই বলিউডে অভিষেক হতে চলেছে বিশ্বসুন্দরী মানুষী চিল্লরের। এবার তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে 'পৃথ্বীরাজ' ছবিতে (Manushi Chhillar Hot Photos)। তার আগেই ভক্তদের মন জয় করছেন মানুষী। নতুন ফটোশ্যুটে নজর কেড়েছেন নবাগতা নায়িকা মানুষী চিল্লর (Manushi Chhillar Hot Photos)।
advertisement
2/10
নতুন ফটোশ্যুটে রেশমের সোনালি মিনি ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন মানুষী।
নতুন ফটোশ্যুটে রেশমের সোনালি মিনি ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন মানুষী।
advertisement
3/10
রাতের পোশাকেও যে এমন মোহময়ী সাজা যায়, তা প্রমাণ করেছেন মানুষী।
রাতের পোশাকেও যে এমন মোহময়ী সাজা যায়, তা প্রমাণ করেছেন মানুষী।
advertisement
4/10
ড্রেস থেকে উঁকি দিচ্ছে তাঁর বক্ষবিভাজিকা। ভক্তদের মনে সাড়া ফেলেছে সব ছবি।
ড্রেস থেকে উঁকি দিচ্ছে তাঁর বক্ষবিভাজিকা। ভক্তদের মনে সাড়া ফেলেছে সব ছবি।
advertisement
5/10
ড্রেসে রয়েছে স্প্যাগোটি স্ট্র্যাপ। দারুণ দেখাচ্ছে নায়িকাকে।
ড্রেসে রয়েছে স্প্যাগোটি স্ট্র্যাপ। দারুণ দেখাচ্ছে নায়িকাকে।
advertisement
6/10
নিজের টোনড ফিগারের ঝলক দিয়েছেন নায়িকা।
নিজের টোনড ফিগারের ঝলক দিয়েছেন নায়িকা।
advertisement
7/10
এককথায় নো-মেকআপেই দেখা গিয়েছে মানুষীকে।
এককথায় নো-মেকআপেই দেখা গিয়েছে মানুষীকে।
advertisement
8/10
একেবারেই ম্যাট ও স্মোকি চোখে মোহময়ী দেখাচ্ছে নায়িকাকে। চুলেরও কোনও সজ্জা নেই। একেবারেই এলোমেলো সাজে ধরা দিয়েছেন তিনি।
একেবারেই ম্যাট ও স্মোকি চোখে মোহময়ী দেখাচ্ছে নায়িকাকে। চুলেরও কোনও সজ্জা নেই। একেবারেই এলোমেলো সাজে ধরা দিয়েছেন তিনি।
advertisement
9/10
কালো ড্রেসে লম্বা পা দেখাচ্ছেন নায়িকা।
কালো ড্রেসে লম্বা পা দেখাচ্ছেন নায়িকা।
advertisement
10/10
ওয়ান শোল্ডার ড্রেসেও নজরকাড়া নায়িকা।
ওয়ান শোল্ডার ড্রেসেও নজরকাড়া নায়িকা।
advertisement
advertisement
advertisement