দীপিকা-রণবীরকে শুভেচ্ছা জানিয়ে অপমানিত হলেন মণীষা কৈরালা

Last Updated:
1/5
ক্যানাসারের সঙ্গে লড়াই চালিয়ে তিনি জয়ী ৷ বেশ কিছুদিন হল ফিরেছেন অভিনয়ে ৷ বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয়েছে তাঁর ৷ অনেকদিন ভক্তদের থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় খুব একটা ভাটা যে পড়েনি, সেটা ভালই বোঝা যাচ্ছে ৷ এহেন মণীষা এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ৷ তাও আবার দীপিকা-রণবীরকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে ৷ Photo Courtesy: Twitter
ক্যানাসারের সঙ্গে লড়াই চালিয়ে তিনি জয়ী ৷ বেশ কিছুদিন হল ফিরেছেন অভিনয়ে ৷ বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয়েছে তাঁর ৷ অনেকদিন ভক্তদের থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় খুব একটা ভাটা যে পড়েনি, সেটা ভালই বোঝা যাচ্ছে ৷ এহেন মণীষা এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ৷ তাও আবার দীপিকা-রণবীরকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে ৷ Photo Courtesy: Twitter
advertisement
2/5
দীপবীররে বিয়ে নিয়ে উৎসাহ ছিল সব মহলেই ৷ বিয়ের ছবি একে একে আসতেই উন্মাদনা বাড়তে থাকে ৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা হতে থাকে ৷ মণীষাও নব দম্পতিকে শুভেচ্ছা জানায় ৷ পাশাপাশি দুঃখ প্রকাশ করে জানান যে তাঁদের বাইরে থাকার ফবে,এই শুভ মুহূর্তে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ কিন্তু তাঁর কামনা সবসময়ই তাঁদের সঙ্গে থাকবে ৷  Photo Courtesy: Twitter
দীপবীররে বিয়ে নিয়ে উৎসাহ ছিল সব মহলেই ৷ বিয়ের ছবি একে একে আসতেই উন্মাদনা বাড়তে থাকে ৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা হতে থাকে ৷ মণীষাও নব দম্পতিকে শুভেচ্ছা জানায় ৷ পাশাপাশি দুঃখ প্রকাশ করে জানান যে তাঁদের বাইরে থাকার ফবে,এই শুভ মুহূর্তে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ কিন্তু তাঁর কামনা সবসময়ই তাঁদের সঙ্গে থাকবে ৷ Photo Courtesy: Twitter
advertisement
3/5
এরপরই এক ব্যক্তি, যিনি নিজেকে মণীষার ভক্ত বলে দাবি করেছেন, তিনি আসরে নেমে পড়েন ৷ মণীষা কিভাবে রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ? তিনি কী আদৌও আমন্ত্রণ পেয়েছে ? কারণ দীপবীরের রিসেপশনে তো  কাউকেই নাকি ডাকা হয়নি ! Photo Courtesy: Twitter
এরপরই এক ব্যক্তি, যিনি নিজেকে মণীষার ভক্ত বলে দাবি করেছেন, তিনি আসরে নেমে পড়েন ৷ মণীষা কিভাবে রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ? তিনি কী আদৌও আমন্ত্রণ পেয়েছে ? কারণ দীপবীরের রিসেপশনে তো কাউকেই নাকি ডাকা হয়নি ! Photo Courtesy: Twitter
advertisement
4/5
অঙ্কিত পরদকরের ট্যুইটে দারুণ চটে যান মণীষা ৷ যদিও তাঁর অভিব্যক্তি ছিল খুবই মার্জিত ৷ শুধুমাত্র রিসেপশনের কার্ডটি পোস্ট করে দেন তিনি ৷ সঙ্গে লিখে দেন, উত্তর-প্রত্যুত্তরে তিনি বিশ্বাসী নন ৷ কিন্তু এমন অভব্যতার জবাব তো দিতেই হয় ৷ Photo Courtesy: Twitter
অঙ্কিত পরদকরের ট্যুইটে দারুণ চটে যান মণীষা ৷ যদিও তাঁর অভিব্যক্তি ছিল খুবই মার্জিত ৷ শুধুমাত্র রিসেপশনের কার্ডটি পোস্ট করে দেন তিনি ৷ সঙ্গে লিখে দেন, উত্তর-প্রত্যুত্তরে তিনি বিশ্বাসী নন ৷ কিন্তু এমন অভব্যতার জবাব তো দিতেই হয় ৷ Photo Courtesy: Twitter
advertisement
5/5
ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে কীভাবে নতুন জীবন পেয়েছেন তিনি, সেই বইটি নিয়েই বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী ৷ তার মধ্যেই দীপবীরের বিয়ে নিয়ে এমনভাবে ট্রোলড হলেন তিনি ৷ Photo Courtesy: Twitter
ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে কীভাবে নতুন জীবন পেয়েছেন তিনি, সেই বইটি নিয়েই বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী ৷ তার মধ্যেই দীপবীরের বিয়ে নিয়ে এমনভাবে ট্রোলড হলেন তিনি ৷ Photo Courtesy: Twitter
advertisement
advertisement
advertisement