ক্যানাসারের সঙ্গে লড়াই চালিয়ে তিনি জয়ী ৷ বেশ কিছুদিন হল ফিরেছেন অভিনয়ে ৷ বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয়েছে তাঁর ৷ অনেকদিন ভক্তদের থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় খুব একটা ভাটা যে পড়েনি, সেটা ভালই বোঝা যাচ্ছে ৷ এহেন মণীষা এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ৷ তাও আবার দীপিকা-রণবীরকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে ৷ Photo Courtesy: Twitter
advertisement
দীপবীররে বিয়ে নিয়ে উৎসাহ ছিল সব মহলেই ৷ বিয়ের ছবি একে একে আসতেই উন্মাদনা বাড়তে থাকে ৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা হতে থাকে ৷ মণীষাও নব দম্পতিকে শুভেচ্ছা জানায় ৷ পাশাপাশি দুঃখ প্রকাশ করে জানান যে তাঁদের বাইরে থাকার ফবে,এই শুভ মুহূর্তে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ কিন্তু তাঁর কামনা সবসময়ই তাঁদের সঙ্গে থাকবে ৷ Photo Courtesy: Twitter
advertisement
advertisement
advertisement