ইমরান হাশমির সঙ্গে 'মার্ডার' ছবিতে অভিনয় করে রাতারাতি ভক্তদের নজর কেড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। অভিনয় নিয়ে খুব একটা জনপ্রিয়তা না পেলেও, তাঁর ফিগার ও মোহময়ী শরীরী চালে মাত ভক্তরা (Mallika Sherawat Hot Photoshoot)। রবিবার ৪৫ বছরে পা দিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সেই উপলক্ষেই হট ফটোশ্যুটে অংশ নিলেন অভিনেত্রী (Mallika Sherawat Hot Photoshoot)।