'তিরঙা উড়িয়ে ফিরব, না হলে দেহ ফিরবে তিরঙায় মুড়ে!' শেষবার বান্ধবীকে বলা কথা উঠে আসবে বলি ছবিতে...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কার্গিলের বীর যোদ্ধা ক্যাপ্টেন বিক্রম বাত্রার কাহিনি এবার বলিউডে৷ শত্রুদের সঙ্গে শেষবার মুখোমুখি হওয়ার সময় তিনি তুলেছিলেন দুর্গা মাতা কি জয় ধ্বনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
▪️কার্গিল যুদ্ধের মুখ ছিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা৷ মরণত্তোর পরম বীর চক্র সম্মানে তাঁকে সম্মানিত করেছে সরকার৷ দেশের জন্য প্রাণ দিতে পিছপা হননি এই বীর যোদ্ধা৷ তাঁকে নিয়েই এবার ছবি৷ মুখ্য ভূমিকায় সিদ্ধার্থ মলহোত্রা৷ এর আগে জে পি দত্তের LOC Kargil ছবিতে অভিষেক বচ্চনকে ক্যাপ্টেন বাত্রার ভূমিকায় দেখা গিয়েছিল৷ শেরশাহ ছবিতে সিদ্ধার্থ ছাড়াও থাকছেন কিয়ারা আডবাণী৷