Kareena Kapoor: জেহ-কে কোলে নিয়ে করিনার ছবি প্রকাশ্যে! একরত্তির মুখ কি দেখতে পেল নেটিজেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kareena Kapoor: করিনা কাপুর খান মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে গিয়েছেন সইফ আলি খান ও দুই ছেলে তৈমুর ও জেহ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় সন্তানের নাম সইফ-করিনা রেখেছেন জাহাঙ্গির আলি খান। তৈমুরের নামকরণ নিয়েও বহু ট্রোল ও সমালোচনার শিকার হয়েছিলেন তাঁরা। ছোট ছেলের বেলাতেও ব্যতিক্রম হল না। কেন করিনা ও সইফ ছেলের নাম জাহাঙ্গির রেখেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কদর্য ট্রোলিংয়ের শিকার হয়েছেন তাঁরা। কেউ কেউ বলছেন তৃতীয় সন্তানের নাম রাখা হোক ঔরঙ্গজেব। কারও আবার তীব্র আপত্তি জাহাঙ্গির নাম নিয়ে।