*আজ করণ সিং গ্রোভারের জন্মদিন। করণকে ভালবাসা জানিয়ে ইনস্টাগ্রামে বিপস লিখেছেন, "তোমার সঙ্গে কাটানো সব মুহূর্তই খুব সুন্দর। আমার বিশ্বাস আগামীতে কাটানো প্রতিটা দিনই এরকমই সুন্দর হবে। তোমার জীবনের প্রতিটা পদক্ষেপের জন্য শুভকামনা।" এরপর আবেগতাড়িত হয়ে লেখেন, "আই লাভ ইউ ,মাঙ্কি (টুভু)।" ছবি: ইনস্টাগ্রাম ৷