স্বামীর জন্মদিনে খোলামেলা পোশাকে বিপাশা, শেয়ার করলেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি

Last Updated:
আজ করণ সিং গ্রোভারের জন্মদিন।
1/5
*আজ করণ সিং গ্রোভারের জন্মদিন। করণকে ভালবাসা জানিয়ে ইনস্টাগ্রামে বিপস লিখেছেন, "তোমার সঙ্গে কাটানো সব মুহূর্তই খুব সুন্দর। আমার বিশ্বাস আগামীতে কাটানো প্রতিটা দিনই এরকমই সুন্দর হবে। তোমার জীবনের প্রতিটা পদক্ষেপের জন্য শুভকামনা।" এরপর আবেগতাড়িত হয়ে লেখেন, "আই লাভ ইউ ,মাঙ্কি (টুভু)।"  ছবি: ইনস্টাগ্রাম ৷
*আজ করণ সিং গ্রোভারের জন্মদিন। করণকে ভালবাসা জানিয়ে ইনস্টাগ্রামে বিপস লিখেছেন, "তোমার সঙ্গে কাটানো সব মুহূর্তই খুব সুন্দর। আমার বিশ্বাস আগামীতে কাটানো প্রতিটা দিনই এরকমই সুন্দর হবে। তোমার জীবনের প্রতিটা পদক্ষেপের জন্য শুভকামনা।" এরপর আবেগতাড়িত হয়ে লেখেন, "আই লাভ ইউ ,মাঙ্কি (টুভু)।" ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
*জন্মদিনের বেশ কয়েকদিন আগে স্বামীকে নিয়ে ছুটি কাটাতে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন বিপাশা বসু। তারপর থেকে প্রতিদিনই কখন ও একা আবার কখনও যুগলের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিপাশা। ছবি: ইনস্টাগ্রাম ৷
*জন্মদিনের বেশ কয়েকদিন আগে স্বামীকে নিয়ে ছুটি কাটাতে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন বিপাশা বসু। তারপর থেকে প্রতিদিনই কখন ও একা আবার কখনও যুগলের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিপাশা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
* ছবিতে দেখা যাচ্ছে বিপস এবং করণ মলদ্বীপের সমুদ্রের সঙ্গে মিশে যাওয়া ডিপ পুলে ঘনিষ্ঠভাবে জলকেলি করছেন। ছবি পোস্ট করে বিপস লিখেছেন 'Me & Mine'। কোনও ছবিতে স্বামীর সোহাগে, আবেগে বন্ধ হয়ে গিয়েছে বিপাশার চোখ। ছবি: ইনস্টাগ্রাম ৷
* ছবিতে দেখা যাচ্ছে বিপস এবং করণ মলদ্বীপের সমুদ্রের সঙ্গে মিশে যাওয়া ডিপ পুলে ঘনিষ্ঠভাবে জলকেলি করছেন। ছবি পোস্ট করে বিপস লিখেছেন 'Me & Mine'। কোনও ছবিতে স্বামীর সোহাগে, আবেগে বন্ধ হয়ে গিয়েছে বিপাশার চোখ। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
* বিপাশা বসুর ইনস্টাগ্রাম জুড়ে রয়েছে করণের সঙ্গে কাটান বহু ঘণিষ্ঠ মুহূর্তের ছবি। এছাড়াও 'ফিটনেস ফ্রিক' এই দম্পতি তাঁদের ফিটনেস ট্রেনিংয়ের বহু ছবিও পোস্ট করেন নিয়মিত। ছবি: ইনস্টাগ্রাম ৷
* বিপাশা বসুর ইনস্টাগ্রাম জুড়ে রয়েছে করণের সঙ্গে কাটান বহু ঘণিষ্ঠ মুহূর্তের ছবি। এছাড়াও 'ফিটনেস ফ্রিক' এই দম্পতি তাঁদের ফিটনেস ট্রেনিংয়ের বহু ছবিও পোস্ট করেন নিয়মিত। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
* বিপাশা এবং করণ ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। অ্যালোন নামে একটি ভূতের ছবি শুটিংয়ের সময় তাঁরা পরস্পর পরস্পরের কাছে আসেন। বিয়ের পর থেকেই একসঙ্গে প্রায়ই ঘুরতে যান এই দম্পতি। সেই ছবি পোস্ট ও করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়। ছবি: ইনস্টাগ্রাম ৷
* বিপাশা এবং করণ ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। অ্যালোন নামে একটি ভূতের ছবি শুটিংয়ের সময় তাঁরা পরস্পর পরস্পরের কাছে আসেন। বিয়ের পর থেকেই একসঙ্গে প্রায়ই ঘুরতে যান এই দম্পতি। সেই ছবি পোস্ট ও করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement