করোনা আতঙ্কের মধ্যেই নমো নমো করে মেয়ের ‘কনক পুজো’ সারলেন কপিল শর্মা

Last Updated:
1/7
• গত বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখ মেয়ের বাবা হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা ৷ ট্যুইটারে বাবা হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• গত বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখ মেয়ের বাবা হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা ৷ ট্যুইটারে বাবা হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• সে সময় সদ্যোজাত মেয়ের ছবিও পোস্ট করেছিলেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ৷
• সে সময় সদ্যোজাত মেয়ের ছবিও পোস্ট করেছিলেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• তবে মেয়ে আনায়রার ছবি খুব বেশি প্রকাশ্যে আনেন না কপিল । ছবি: ইনস্টাগ্রাম ৷
• তবে মেয়ে আনায়রার ছবি খুব বেশি প্রকাশ্যে আনেন না কপিল । ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই আনায়রার জন্ম দিয়েছিলেন কপিলের স্ত্রী গিণি চতার্থ। ছবি: ইনস্টাগ্রাম ৷
• বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই আনায়রার জন্ম দিয়েছিলেন কপিলের স্ত্রী গিণি চতার্থ। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• মেয়ের তিন মাস পূর্ণ হয়েছে । সেই উপলক্ষে ছিল কনক পুজো।
• মেয়ের তিন মাস পূর্ণ হয়েছে । সেই উপলক্ষে ছিল কনক পুজো।
advertisement
6/7
• তবে করোনা বিপদ ও দেশ জুড়ে লকডাউনের আবহে সেই পুজো হয়েছে নমো নমো করেই । ছবি: ইনস্টাগ্রাম ৷
• তবে করোনা বিপদ ও দেশ জুড়ে লকডাউনের আবহে সেই পুজো হয়েছে নমো নমো করেই । ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• তবে ক্ষুদে আনায়রার ছবি দেখে বেজায় খুশি নেটিজেনরা । ছবি: ইনস্টাগ্রাম ৷
• তবে ক্ষুদে আনায়রার ছবি দেখে বেজায় খুশি নেটিজেনরা । ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement