বিতর্কের জন্য প্রায়ই খবরে উঠে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু তিনি যে একজন ফ্যাশনিস্তা তা অস্বীকার করা যায় না। বিভিন্ন রকমের পোশাকই তিনি ক্যারি করেন আত্মবিশ্বাসের সঙ্গে। তা সে এথনিক হোক বা পশ্চিমী পোশাক হোক।
2/ 8
কঙ্গনা এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ধাকড় নিয়ে ব্যস্ত। সম্প্রতি ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন কঙ্গনা।
3/ 8
হলুদ চেকস-এ এই ড্রেস পরেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন কঙ্গনা। ড্রেসের ডিপ নেকে কঙ্গনার ক্লিভলাইন স্পষ্ট।
4/ 8
সাদা লেসের ব্রালেটের সঙ্গে সাদা প্যান্ট। সঙ্গে গলায় মাল্টি লেয়ারড চেন। এই লুকে নিঃসন্দেহে কঙ্গনাকে হট লাগছে।
5/ 8
সবুজ রঙের নুডল স্ট্র্যাপ ড্রেসের সঙ্গে নজরকাড়া নেকপিস, কিন্তু সামান্য মেক আপ। কঙ্গনা এই লুকে আবেদনময়ী।
6/ 8
তবে এথনিক পোশাকেও তিনি সমান সাবলীল। কঙ্গনার গায়ের রঙের সঙ্গে মিশে গিয়েছে কাঁচা হলুদ রঙের এই শাড়ি।
7/ 8
তিনি বলিউডের কুইন। এই ছবিতে সেই তকমারই প্রমাণ দিচ্ছেন কঙ্গনা। আকাশি লেহেঙ্গার সঙ্গে ভারী গয়নায় মোহময়ী কঙ্গনা।
8/ 8
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি থালাইভি। এবার আসন্ন ছবি ধাকড় নিয়ে ব্যস্ত বলিউডের কুইন।
Kangana Ranaut: ডিপ নেক চেকস ড্রেসে 'হট' কঙ্গনা! একেবারে অন্য রূপে ধরা দিলেন 'কুইন'
বিতর্কের জন্য প্রায়ই খবরে উঠে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু তিনি যে একজন ফ্যাশনিস্তা তা অস্বীকার করা যায় না। বিভিন্ন রকমের পোশাকই তিনি ক্যারি করেন আত্মবিশ্বাসের সঙ্গে। তা সে এথনিক হোক বা পশ্চিমী পোশাক হোক।