হোম » ছবি » বিনোদন » 'না না না,এটা হতে পারে না'..ঋষির মৃত্যুতে তাঁর বহু ছবির নায়িকার ট্যুইটে চোখে জল
'না না না,এটা হতে পারে না'...ঋষির মৃত্যুতে তাঁর বহু ছবির নায়িকার ট্যুইটে চোখে জল...
Bangla Editor
1/ 5
*ঋষি নেই, কীভাবে মনকে বোঝাবেন? বহু হিট ছবি একসঙ্গে উপহার দিয়েছেন তিনি ও প্রয়াত ঋষি কাপুর৷ তাই কাপুর পরিবারের এই সদা রোম্যান্টিক পুরুষের প্রয়ান যেন শোকে পাথর হয়ে গিয়েছেন জুহি৷
2/ 5
*নতুন নায়িকাদের সঙ্গে কাজ করতেন ঋষি৷ এই সুনাম ছিল তার৷ তাই তার সময়ের অনেক নতুন নায়িকার সঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর৷ বয়সে অনেকটা ছোট জুহির সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি৷
3/ 5
*তাদের একের পর এক সুপারহিট ছবির মধ্যে রয়েছে বোল রাধা বোল, ইনা মিনা ডিকা, ডরার, সাজন কা ঘর আরও অনেক৷
4/ 5
*খুব স্বাভাবিক ঋষির প্রয়াণে শোকাহত জুহি৷ অনেক পুরনো কথা মনে পড়ছে অভিনেত্রীর৷
5/ 5
*শোকবার্তায় তিনি লিখেছেন যে এই খবর একেবারেই তিনি মেনে নিতে পারছেন না৷