ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, "নবরাত্রী এবং ন'মাস। আমি খুব ভাগ্যবান যে নবরাত্রীর সময়েই আমার পেটের সন্তানের বয়স ন'মাস। এই নয় দিন মা দুর্গাকে পুজো নিবেদন করা হয়। দেবী দুর্গার নয় অবতারের পুজো হয়। আমিও এক নতুন অবতারে নিজেকে দেখতে পাচ্ছি। আমার মাতৃ অবতার। আমি পৃথিবীর সব থেকে বড় শক্তিকে নিজের মধ্যে বড় হতে দিচ্ছি। আমার মাদুর্গা সব মা ও সন্তানদের মঙ্গল করুন। ভালো রাখুন।"
সাদা পোষাকে অমৃতা দু’হাতে জড়িয়ে ছিলেন তাঁর বেবি বাম্প। আর ছবিতে দেখা যাচ্ছে, পিছন থেকে তাঁকে আঁকড়ে ছিলেন আর জে আনমোল। ছবির ক্যাপশানে লিখেছেন, ‘তোমার জন্য এটা ১০ মাস, কিন্তু আমাদের জন্য এটা ৯ মাস। সারপ্রাইজ, সারপ্রাইজ...আনমোল আর আমি ইতিমধ্যে ৯ মাসে পৌঁছে গিয়েছি। আমি আমার বন্ধু আর ফ্যানেদের সঙ্গে এই খবরটি শেয়ার করতে নিতে পারে খুব আনন্দিত। আপনাদের কাছে এতদিন খবরটা লুকিয়ে রাখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আমাদের সন্তান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আনমোলের পরিবারের সঙ্গে এক আশ্চর্য যাত্রা হয়েছে আমার। পৃথিবীকে শুভেচ্ছা জানাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সমস্ত প্রার্থনার জন্য।’