মা হলেন অমৃতা রাও, নায়িকা জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের

Last Updated:
এদিন সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি
1/6
মা হলেন বলি অভিনেত্রী অমৃতা রাও। এদিন সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। অপারেশনের সময় সঙ্গে ছিলেন স্বামী আর জে আনমোল। মা ও ছেলে দুজনেই এখন সুস্থ।
মা হলেন বলি অভিনেত্রী অমৃতা রাও। এদিন সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। অপারেশনের সময় সঙ্গে ছিলেন স্বামী আর জে আনমোল। মা ও ছেলে দুজনেই এখন সুস্থ।
advertisement
2/6
কিছু দিন আগেই নবরাত্রীর সময় একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন অমৃতা। ভিডিওতে দেখা যাচ্ছে লাল শিফনের শাড়ি পরে আছেন তিনি। হালকা সাজ। তাঁর ৯ মাসের গর্ভাবস্থাকে তিনি উপভোগ করছেন। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
কিছু দিন আগেই নবরাত্রীর সময় একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন অমৃতা। ভিডিওতে দেখা যাচ্ছে লাল শিফনের শাড়ি পরে আছেন তিনি। হালকা সাজ। তাঁর ৯ মাসের গর্ভাবস্থাকে তিনি উপভোগ করছেন। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
3/6
ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন,
ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন,
advertisement
4/6
২০১৬ সালে জে আনমোলকে বিয়ে করেন অমৃতা । বলিউড থেকেও কার্যত বিদায় নেন ‘বিবাহ’-র নায়িকা অমৃতা । শেষ বার অবশ্য ২০১৯-এ ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট রোলে দেখা গিয়েছিল অমৃতাকে । ছবি: সংগৃহীত ।
২০১৬ সালে জে আনমোলকে বিয়ে করেন অমৃতা । বলিউড থেকেও কার্যত বিদায় নেন ‘বিবাহ’-র নায়িকা অমৃতা । শেষ বার অবশ্য ২০১৯-এ ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট রোলে দেখা গিয়েছিল অমৃতাকে । ছবি: সংগৃহীত ।
advertisement
5/6
সাত বছরের প্রেম । তারপর বিয়ে । কিন্তু সম্পর্ক, বিয়ে আর ব্যক্তিগত জীবন...সবটাই লোকচক্ষুর আড়ালে রাখতে ভালবাসেন অমৃতা ও তাঁর স্বামী আনমোল ।
সাত বছরের প্রেম । তারপর বিয়ে । কিন্তু সম্পর্ক, বিয়ে আর ব্যক্তিগত জীবন...সবটাই লোকচক্ষুর আড়ালে রাখতে ভালবাসেন অমৃতা ও তাঁর স্বামী আনমোল ।
advertisement
6/6
সাদা পোষাকে অমৃতা দু’‌হাতে জড়িয়ে ছিলেন তাঁর বেবি বাম্প। আর ছবিতে দেখা যাচ্ছে, পিছন থেকে তাঁকে আঁকড়ে ছিলেন আর জে আনমোল। ছবির ক্যাপশানে লিখেছেন, ‘‌তোমার জন্য এটা ১০ মাস, কিন্তু আমাদের জন্য এটা ৯ মাস। সারপ্রাইজ, সারপ্রাইজ‌‌.‌.‌.‌আনমোল আর আমি ইতিমধ্যে ৯ মাসে পৌঁছে গিয়েছি। আমি আমার বন্ধু আর ফ্যানেদের সঙ্গে এই খবরটি শেয়ার করতে নিতে পারে খুব আনন্দিত। আপনাদের কাছে এতদিন খবরটা লুকিয়ে রাখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আমাদের সন্তান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আনমোলের পরিবারের সঙ্গে এক আশ্চর্য যাত্রা হয়েছে আমার। পৃথিবীকে শুভেচ্ছা জানাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সমস্ত প্রার্থনার জন্য।’‌
সাদা পোষাকে অমৃতা দু’‌হাতে জড়িয়ে ছিলেন তাঁর বেবি বাম্প। আর ছবিতে দেখা যাচ্ছে, পিছন থেকে তাঁকে আঁকড়ে ছিলেন আর জে আনমোল। ছবির ক্যাপশানে লিখেছেন, ‘‌তোমার জন্য এটা ১০ মাস, কিন্তু আমাদের জন্য এটা ৯ মাস। সারপ্রাইজ, সারপ্রাইজ‌‌.‌.‌.‌আনমোল আর আমি ইতিমধ্যে ৯ মাসে পৌঁছে গিয়েছি। আমি আমার বন্ধু আর ফ্যানেদের সঙ্গে এই খবরটি শেয়ার করতে নিতে পারে খুব আনন্দিত। আপনাদের কাছে এতদিন খবরটা লুকিয়ে রাখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আমাদের সন্তান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আনমোলের পরিবারের সঙ্গে এক আশ্চর্য যাত্রা হয়েছে আমার। পৃথিবীকে শুভেচ্ছা জানাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সমস্ত প্রার্থনার জন্য।’‌
advertisement
advertisement
advertisement