Irrfan Khan: স্মৃতিচারণায় ইরফান, অভিনেতার মৃত্যুবার্ষিকীতে সঙ্গী তাঁর না দেখা ছবির সম্ভার!

Last Updated:
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর কয়েকটি অদেখা ও অজানা ছবি দিয়েই শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা।
1/12
যখন তাঁর ক্যানসার ধরা পড়ে, সেটা গোটা দেশের কাছে একটা শোকের খবর ছিল, তবে সবার মতো উনি নিজেও আশাবাদী ছিলেন যে সেরে উঠবেন। তবে দর্শকদের দুর্ভাগ্য যে সেটা হয়নি। আজ থেকে এক বছর আগে আজকের দিনেই সবাইকে ছেড়ে অনন্তের দিকে পাড়ি দেন ইরফান খান (Irrfan Khan)। অভিনেতা হিসাবে তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর কয়েকটি অদেখা ও অজানা ছবি দিয়েই শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা।
যখন তাঁর ক্যানসার ধরা পড়ে, সেটা গোটা দেশের কাছে একটা শোকের খবর ছিল, তবে সবার মতো উনি নিজেও আশাবাদী ছিলেন যে সেরে উঠবেন। তবে দর্শকদের দুর্ভাগ্য যে সেটা হয়নি। আজ থেকে এক বছর আগে আজকের দিনেই সবাইকে ছেড়ে অনন্তের দিকে পাড়ি দেন ইরফান খান (Irrfan Khan)। অভিনেতা হিসাবে তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর কয়েকটি অদেখা ও অজানা ছবি দিয়েই শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা।
advertisement
2/12
১) ইরফানের শেষ ছবি ছিল আংরেজি মিডিয়াম (Angrezi Medium)। লন্ডনে পরিচালক হোমি আদজানিয়ার (Homi Adajania) সঙ্গে সিনেমার দৃশ্য নিয়ে আলোচনা করছেন ইরফান। এর আগে ছবির প্রথম ভাগ বা হিন্দি মিডিয়াম (Hindi Medium) সুপারহিট হয়েছিল। অসুস্থ অবস্থাতেই আংরেজি মিডিয়ামের কাজ শুরু করেন ইরফান।
১) ইরফানের শেষ ছবি ছিল আংরেজি মিডিয়াম (Angrezi Medium)। লন্ডনে পরিচালক হোমি আদজানিয়ার (Homi Adajania) সঙ্গে সিনেমার দৃশ্য নিয়ে আলোচনা করছেন ইরফান। এর আগে ছবির প্রথম ভাগ বা হিন্দি মিডিয়াম (Hindi Medium) সুপারহিট হয়েছিল। অসুস্থ অবস্থাতেই আংরেজি মিডিয়ামের কাজ শুরু করেন ইরফান।
advertisement
3/12
২) ছেলে বাবিল (Babil Khan) ছিলেন তাঁর বন্ধুর মতো। বাবিলও অভিনেতা হতে চান। তাড়াতাড়ি তাঁকেও দেখা যাবে পর্দায়। কথা ছিল একটি ওয়েব সিরিজ দিয়ে ডেবিউ করবেন বাবিল খান।
২) ছেলে বাবিল (Babil Khan) ছিলেন তাঁর বন্ধুর মতো। বাবিলও অভিনেতা হতে চান। তাড়াতাড়ি তাঁকেও দেখা যাবে পর্দায়। কথা ছিল একটি ওয়েব সিরিজ দিয়ে ডেবিউ করবেন বাবিল খান।
advertisement
4/12
৩) এই ছবিটি ৩৫ বছরের পুরনো। ইরফানের সঙ্গে রয়েছেন তাঁর তখনকার প্রেমিকা ও পরে স্ত্রী সুতপা শিকদার (Sutapa Shikdar)। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র ছিলেন দু'জনেই। সেখানেই আলাপ ও প্রেম। ১৯৯৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। ইরফানের মৃত্যুর পর সুতপা বলেছিলেন তাঁর পুরনো বন্ধু চলে গেল।
৩) এই ছবিটি ৩৫ বছরের পুরনো। ইরফানের সঙ্গে রয়েছেন তাঁর তখনকার প্রেমিকা ও পরে স্ত্রী সুতপা শিকদার (Sutapa Shikdar)। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র ছিলেন দু'জনেই। সেখানেই আলাপ ও প্রেম। ১৯৯৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। ইরফানের মৃত্যুর পর সুতপা বলেছিলেন তাঁর পুরনো বন্ধু চলে গেল।
advertisement
5/12
৪) বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) মকবুল (Maqbool) ছবিতে ইরফানের কাজ ছিল অসামান্য। টাবুর (Tabu) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
৪) বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) মকবুল (Maqbool) ছবিতে ইরফানের কাজ ছিল অসামান্য। টাবুর (Tabu) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
advertisement
6/12
৫) সুখে দুঃখে সব রকমের পরিস্থিতিতে পাশে পেয়েছেন স্ত্রী সুতপাকে।
৫) সুখে দুঃখে সব রকমের পরিস্থিতিতে পাশে পেয়েছেন স্ত্রী সুতপাকে।
advertisement
7/12
৬) দ্য সং অফ স্করপিয়ন (The Song of Scorpipn) ছবিতে ইরানের অভিনেত্রী গলশিফথে (Golshifteh Farahani) সঙ্গে কাজ করেছিলেন ইরফান। দু'জনে উপভোগ করেছিলেন উটে চড়ার আনন্দও।
৬) দ্য সং অফ স্করপিয়ন (The Song of Scorpipn) ছবিতে ইরানের অভিনেত্রী গলশিফথে (Golshifteh Farahani) সঙ্গে কাজ করেছিলেন ইরফান। দু'জনে উপভোগ করেছিলেন উটে চড়ার আনন্দও।
advertisement
8/12
৭) প্রায় নিজের সঙ্গে বাবার নানা ছবি পোস্ট করেন পুত্র বাবিল। বলেন বাবা সব সময় তাঁর সঙ্গে আছেন।
৭) প্রায় নিজের সঙ্গে বাবার নানা ছবি পোস্ট করেন পুত্র বাবিল। বলেন বাবা সব সময় তাঁর সঙ্গে আছেন।
advertisement
9/12
৮) পোষা কুকুর ছানার সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন ইরফান।
৮) পোষা কুকুর ছানার সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন ইরফান।
advertisement
10/12
৯) দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হয়েছিল ইরফানের কাজ।
৯) দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হয়েছিল ইরফানের কাজ।
advertisement
11/12
১০) ছোট থেকেই বাবিলের মধ্যে অভিনয় প্রতিভার সন্ধান পেয়েছিলেন ইরফান।
১০) ছোট থেকেই বাবিলের মধ্যে অভিনয় প্রতিভার সন্ধান পেয়েছিলেন ইরফান।
advertisement
12/12
১১) অভিনয় বাদ দিয়ে আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান ছিলেন ইরফান। ভালোবাসতেন স্ত্রী ও ছেলেদের সঙ্গে সময় কাটাতে।
১১) অভিনয় বাদ দিয়ে আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান ছিলেন ইরফান। ভালোবাসতেন স্ত্রী ও ছেলেদের সঙ্গে সময় কাটাতে।
advertisement
advertisement
advertisement