যখন তাঁর ক্যানসার ধরা পড়ে, সেটা গোটা দেশের কাছে একটা শোকের খবর ছিল, তবে সবার মতো উনি নিজেও আশাবাদী ছিলেন যে সেরে উঠবেন। তবে দর্শকদের দুর্ভাগ্য যে সেটা হয়নি। আজ থেকে এক বছর আগে আজকের দিনেই সবাইকে ছেড়ে অনন্তের দিকে পাড়ি দেন ইরফান খান (Irrfan Khan)। অভিনেতা হিসাবে তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর কয়েকটি অদেখা ও অজানা ছবি দিয়েই শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা।