Imran Khan: 'এনজয় করেছি, এগিয়ে গিয়েছি'... রেখা থেকে জিনাত আমান, অ্যাফেয়ার নিয়ে সোজা সাপ্টা ইমরান খান...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Imran Khan: প্লে-বয় হেয়ার স্টাইলের জন্য আগাগোড়াই জনপ্রিয় ছিলেন ইমরান খান। জনপ্রিয় এই ক্রিকেটারকে নিয়ে মিথের অন্ত ছিল না কোনওদিনই।
মেয়েদের হার্টথ্রব ইমরান খান। নিজের সময়ে সবথেকে জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান (Imran Khan)। নিজের অধিনায়কত্বে ১৯৯২ সালে আইসিসি ওয়ার্ল্ডকাপে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন আজকের পাক প্রেসিডেন্ট। নিজের প্লে-বয় হেয়ার স্টাইলের জন্য আগাগোড়াই জনপ্রিয় ছিলেন ইমরান খান।
advertisement
জনপ্রিয় এই ক্রিকেটারকে নিয়ে মিথের অন্ত নেই। বলা হত যে, সেই সময় ইমরান খান যখন ময়দানে নামতেন তখন লক্ষ লক্ষ মেয়েরা তাঁকে দেখার জন্য টিভির সামনে বসে যেত। এমনও শোনা যায় যে, ইমরান খান নিজের ক্রিকেট জীবনে বহু বলিউড অভিনেত্রীদের সঙ্গে ডেটেও গিয়েছিলেন। আসুন দেখে নিই ইমরান খানের সঙ্গে কোন কোন বলিউড অভিনেত্রীর নাম জড়িয়েছিল।
advertisement
advertisement
৭০ এবং ৮০ এর দশকে হিন্দি সিনেমা শাসন করতেন রেখা। এ সময় ইমরান খানের সঙ্গে তার সম্পর্কের গুজব শোনা যায়। রেখার সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইমরান খানের বক্তব্যও পুরনো নিবন্ধে ছাপা হয়। এতে ইমরান বলেন, 'আমি কিছু সময়ের জন্য অভিনেত্রীর সঙ্গ পছন্দ করেছি। আমি উপভোগ করেছি এবং এগিয়ে গেলাম। একজন চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না।
advertisement
এই সাক্ষাৎকারটি তারকা সংবাদপত্রের, যার তারিখ ১১ জুন, ১৯৯৫-এর। প্রবন্ধে দাবি করা হয়েছে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খান এবং অভিনেত্রী রেখার বিয়ে হওয়ার কথা ছিল। সাক্ষাৎকারটি ভারতীয় চলচ্চিত্র জার্নাল মুভির উদ্ধৃতি দিয়ে দাবি করেছে যে রেখার মা এই বিয়েতে খুব খুশি। তিনি এর জন্য জ্যোতিষের সঙ্গে কথা বলেছিলেন এবং রাশিফলও দেখিয়েছিলেন। প্রবন্ধ থেকে এটাও স্পষ্ট যে, এই সম্পর্কের জন্য রেখার পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
বাদ যাননি সুচিত্রা কন্যা মুনমুনও। বাংলার অভিনেত্রী মুনমুন সেন আর ইমরান খানের সম্পর্ক নিয়েও এক সময় চরম কানাঘুষো চলেছিল। শোনা যেত যে, ইমরান খান মুনমুন সেনকে খুবই পছন্দ করতেন। মুনমুন সেন শুধু বাংলাই না, কয়েকটি বলিউড সিনেমাতেও কাজ করেছিলেন। যদিও, দুজনার মধ্যে একজনও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
advertisement
advertisement