মেয়েদের হার্টথ্রব ইমরান খান(Imran Khan)। নিজের সময়ে সবথেকে জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান (Imran Khan)। নিজের অধিনায়কত্বে ১৯৯২ সালে আইসিসি ওয়ার্ল্ডকাপে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন আজকের পাক প্রেসিডেন্ট (Imran Khan)। নিজের প্লে-বয় হেয়ার স্টাইলের জন্য আগাগোড়াই জনপ্রিয় ছিলেন ইমরান খান (Bollywood Actress affair with Imran Khan)।
জনপ্রিয় এই ক্রিকেটারকে নিয়ে মিথের অন্ত নেই। বলা হত যে, সেই সময় ইমরান খান যখন ময়দানে নামতেন তখন লক্ষ লক্ষ মেয়েরা তাঁকে দেখার জন্য টিভির সামনে বসে যেত। এমনও শোনা যায় যে, ইমরান খান(Imran Khan) নিজের ক্রিকেট জীবনে বহু বলিউড অভিনেত্রীদের সঙ্গে ডেটেও গিয়েছিলেন। আসুন দেখে নিই ইমরান খানের সঙ্গে কোন কোন বলিউড অভিনেত্রীর নাম জড়িয়েছিল।
বলিউডের বিখ্যাত অভিনেত্রী রেখার (Rekha and Imran Khan affairs Gossip) সঙ্গে ইমরান খানের সম্পর্ক নিয়ে গল্পের শেষ নেই। ইমরান খানের একটি পুরনো সাক্ষাৎকার রেখার সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক কিছু নিজেই শেয়ার করেছেন তিনি। এতে বেশ কিছু চমকপ্রদ তথ্য জানিয়েছেন ইমরান খান (Bollywood Actress affair with Imran Khan)।
৭০ এবং ৮০ এর দশকে হিন্দি সিনেমা শাসন করতেন রেখা। এ সময় ইমরান খানের (Imran Khan)সঙ্গে তার সম্পর্কের (Bollywood Actress affair with Imran Khan)গুজব শোনা যায়। রেখার সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইমরান খানের বক্তব্যও পুরনো নিবন্ধে ছাপা হয়। এতে ইমরান বলেন, 'আমি কিছু সময়ের জন্য অভিনেত্রীর সঙ্গ পছন্দ করেছি। আমি উপভোগ করেছি এবং এগিয়ে গেলাম। একজন চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না।
এটাও গুজব রটেছিল যে, বলিউডের বিখ্যাত অভিনেত্রী জিনাত আমানও (Zeenat Aman)ইমরান খানকে ডেট করেছেন। ১৯৭৯ সালের নভেম্বর মাসে পাকিস্তানের টিম ভারতের সফরে এসেছিল, তখনই প্রথমবার ইমরান খানের নামের সঙ্গে প্লে বয় শব্দ জুড়ে যায়। সেই সময় কিছু ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে যে, ইমরান খান তাঁর ২৭ তম জন্মদিন জিনাত আমানের সঙ্গে একান্তে কোন এক জায়গায় পালন করেছিলেন। যদিও, দুজনই কখনও নিজেদের সম্পর্ক নিয়ে খুলে কথা বলেন নি।
বলিউডের অভিনেত্রী (Bollywood Actress affair with Imran Khan) শাবানা আজমির (Shabana Azmi)সঙ্গে তৎকালীন পাকিস্তান অধিনায়ক ইমরান খানের নাম জড়িয়েছিল। কিন্তু দুজনই কখনও নিজেদের সম্পর্কের কথা সবার সামনে স্বীকার করেননি। দুজনার গল্প আর ঘনিষ্ঠতা সেই সময় মাঝে মধ্যেই খবরে ছাপা পর্যন্ত হয়েছিল বলে জানান গিয়েছে।
বাদ যাননি সুচিত্রা কন্যা মুনমুনও। বাংলার অভিনেত্রী মুনমুন সেন আর ইমরান খানের সম্পর্ক নিয়েও এক সময় চরম কানাঘুষো চলেছিল। শোনা যেত যে, ইমরান খান মুনমুন সেনকে খুবই পছন্দ করতেন। মুনমুন সেন শুধু বাংলাই না, কয়েকটি বলিউড সিনেমাতেও কাজ করেছিলেন। যদিও, দুজনার মধ্যে একজনও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।