‘যদি আমি সুশান্তকে আগলে রাখতাম, ও ঠিক বেঁচে থাকত’, সাক্ষাৎকারে ভেঙে পড়লেন অঙ্কিতা
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে দিলেন অঙ্কিতা লোখান্ডে।
advertisement
advertisement
• তিনি কী কাউকে এই বিষয়ে দোষ দিতে চান, এই প্রশ্নের উত্তরে অঙ্কিতা বলেছেন, কাউকে আলাদা করে দোষ দিতে চান না তিনি। তবে তিনি জানতেন, সুশান্ত ভাল আছেন। কিন্তু শেষ একবছরে যতবার দেখা হয়েছে সুশান্তের সঙ্গে, ততবার চোখে সেই আনন্দ দেখতে পাননি তিনি, এটাও বলেছেন। তবু, সুশান্ত যখন চাইছেন ওভাবেই থাকতে, তখন অঙ্কিতা আর কিছু বলেননি। File Image
advertisement
advertisement