Raj Kundra Porn Case|| পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে যুক্ত শিল্পা শেঠি? অবশেষে মুখ খুলল বলিউড! কী বলছেন পরিচিতরা?

Last Updated:
Shilpa Shetty-Raj Kundra: পর্নোগ্রাফি মামলায় সরগরম বলিউড। রাজ কুন্দ্রা (Raj Kundra), শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) সহ বেশ কিছু বড় নাম সামনে এসেছে। কী বলছেন পরিচিতরা...
1/7
*পর্নোগ্রাফি মামলায় সরগরম বলিউড। রাজ কুন্দ্রা (Raj Kundra), শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) সহ বেশ কিছু বড় নাম সামনে এসেছে। কেউ রাজ কুন্দ্রার পক্ষে কথা বলেছেন, তো কেউ বিপক্ষে। সংগৃহীত ছবি। 
*পর্নোগ্রাফি মামলায় সরগরম বলিউড। রাজ কুন্দ্রা (Raj Kundra), শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) সহ বেশ কিছু বড় নাম সামনে এসেছে। কেউ রাজ কুন্দ্রার পক্ষে কথা বলেছেন, তো কেউ বিপক্ষে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*এই সবের মাঝে হাঙ্গামা ২ (Hungama 2) ছবির নির্মাতা রতন জৈন (Ratan Jain) শিল্পা শেট্টি কুন্দ্রার হয়ে কথা বলেছেন। অভিনেত্রী এর আগে রতন জৈনের ধড়কন (Dhadkan) ও হাতিয়ার (Hathyar) ছবিতে কাজ করেছেন। সংগৃহীত ছবি। 
*এই সবের মাঝে হাঙ্গামা ২ (Hungama 2) ছবির নির্মাতা রতন জৈন (Ratan Jain) শিল্পা শেট্টি কুন্দ্রার হয়ে কথা বলেছেন। অভিনেত্রী এর আগে রতন জৈনের ধড়কন (Dhadkan) ও হাতিয়ার (Hathyar) ছবিতে কাজ করেছেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*এক সাক্ষাৎকারে ছবি নির্মাতা বলেন, “আমি যতটুকু শিল্পাকে চিনি, তাতে মনে হয় না ও এই সব কাজের সঙ্গে যুক্ত। আমার মনে হয় না শিল্পা রাজের ব্যবসা সম্পর্কে খুব একটা বেশি কিছু জানে। তদন্তকারী অফিসাররা শিল্পাকে ছেড়ে দিলে ভালো হয়”। সংগৃহীত ছবি। 
*এক সাক্ষাৎকারে ছবি নির্মাতা বলেন, “আমি যতটুকু শিল্পাকে চিনি, তাতে মনে হয় না ও এই সব কাজের সঙ্গে যুক্ত। আমার মনে হয় না শিল্পা রাজের ব্যবসা সম্পর্কে খুব একটা বেশি কিছু জানে। তদন্তকারী অফিসাররা শিল্পাকে ছেড়ে দিলে ভালো হয়”। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*সম্প্রতি রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এখনও তিনি পুলিশ হেফাজতেই রয়েছেন। অভিযোগ উঠেছে HotShots নামে একটি অ্যাপের মাধ্যমে নীল ছবি তৈরি ও স্ট্রিমিংয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এই নিয়ে রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি কুন্দ্রাকেও তদন্তের জন্য দু'বার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা। সংগৃহীত ছবি। 
*সম্প্রতি রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এখনও তিনি পুলিশ হেফাজতেই রয়েছেন। অভিযোগ উঠেছে HotShots নামে একটি অ্যাপের মাধ্যমে নীল ছবি তৈরি ও স্ট্রিমিংয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এই নিয়ে রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি কুন্দ্রাকেও তদন্তের জন্য দু'বার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*কয়েকদিন আগে তারকা দম্পতির বাড়িতে একটি অভিযান চালানো হয়েছিল, সেই সময় রাজও উপস্থিত ছিলেন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তল্লাশি চালিয়েছিল রাজের একটি অফিসে। সূত্রের খবর, সেখানে একটি গোপন আলমারি এবং একটি দেওয়ালের সন্ধান পাওয়া গিয়েছে৷ উদ্ধার হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও ৭০টি নীল ছবির ভিডিও পাওয়া গিয়েছে। সংগৃহীত ছবি। 
*কয়েকদিন আগে তারকা দম্পতির বাড়িতে একটি অভিযান চালানো হয়েছিল, সেই সময় রাজও উপস্থিত ছিলেন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তল্লাশি চালিয়েছিল রাজের একটি অফিসে। সূত্রের খবর, সেখানে একটি গোপন আলমারি এবং একটি দেওয়ালের সন্ধান পাওয়া গিয়েছে৷ উদ্ধার হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও ৭০টি নীল ছবির ভিডিও পাওয়া গিয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারা (জালিয়াতি) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) এবং ২৯৩ (অশ্লীল বিজ্ঞাপন প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সবক'টি ধারাই জামিন অযোগ্য বলে জানা গিয়েছে। সংগৃহীত ছবি। 
*রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারা (জালিয়াতি) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) এবং ২৯৩ (অশ্লীল বিজ্ঞাপন প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সবক'টি ধারাই জামিন অযোগ্য বলে জানা গিয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*মঙ্গলবারের শুনানিতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট। শুরু থেকে রাজের ব্যবসা নিয়ে মুখ খোলেননি শিল্পা। সূত্রের খবর, তদন্তকারীরা যখন রাজের সঙ্গে শিল্পার দেখা করান, তখন স্বামীর ওপর রেগে গিয়েছিলেন শিল্পা। বেশ কিছুক্ষণ বিবাদেও জড়িয়ে পড়েন তারকা দম্পতি। সংগৃহীত ছবি।
*মঙ্গলবারের শুনানিতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট। শুরু থেকে রাজের ব্যবসা নিয়ে মুখ খোলেননি শিল্পা। সূত্রের খবর, তদন্তকারীরা যখন রাজের সঙ্গে শিল্পার দেখা করান, তখন স্বামীর ওপর রেগে গিয়েছিলেন শিল্পা। বেশ কিছুক্ষণ বিবাদেও জড়িয়ে পড়েন তারকা দম্পতি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement