*সম্প্রতি রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এখনও তিনি পুলিশ হেফাজতেই রয়েছেন। অভিযোগ উঠেছে HotShots নামে একটি অ্যাপের মাধ্যমে নীল ছবি তৈরি ও স্ট্রিমিংয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এই নিয়ে রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি কুন্দ্রাকেও তদন্তের জন্য দু'বার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা। সংগৃহীত ছবি।
*কয়েকদিন আগে তারকা দম্পতির বাড়িতে একটি অভিযান চালানো হয়েছিল, সেই সময় রাজও উপস্থিত ছিলেন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তল্লাশি চালিয়েছিল রাজের একটি অফিসে। সূত্রের খবর, সেখানে একটি গোপন আলমারি এবং একটি দেওয়ালের সন্ধান পাওয়া গিয়েছে৷ উদ্ধার হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও ৭০টি নীল ছবির ভিডিও পাওয়া গিয়েছে। সংগৃহীত ছবি।