Holi 2021: বিয়ের পর এবার প্রথম হোলি খেলবেন এই নবদম্পতিরা, দেখুন...

Last Updated:
কোভিডের গাইডলাইন মেনে খুবই কম জাঁকচমকে বিয়ে সেরেছেন এঁরা। তালিকায় বলিউড অভিনেতা থেকে গানের জগতের অনেকেই রয়েছেন। গত ২৪ জানুয়ারি, ২০২১ বিয়ে করেছেন বলি তারকা বরুণ ধাওয়ার ও তাঁর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড নাতাশা দালাল।
1/6
২০২০-তে করোনার প্রথম মাথাচারা দেওয়ার ফলে বি-টাউনের ছবির কাজ পিছিয়ে যাওয়ার পাশাপাশি, বহু তারকা জুটির বিয়েও পিছিয়ে গিয়েছিল। যদিও ২০২১ আসতেই এই তারকারা চারহাত এক করে ফেলেছেন। কোভিডের গাইডলাইন মেনে খুবই কম জাঁকচমকে বিয়ে সেরেছেন এঁরা। তালিকায় বলিউড অভিনেতা থেকে গানের জগতের অনেকেই রয়েছেন। গত ২৪ জানুয়ারি, ২০২১ বিয়ে করেছেন বলি তারকা বরুণ ধাওয়ার ও তাঁর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড নাতাশা দালাল। এই বছরই তাঁদের প্রথম দম্পতি হিসেবে প্রথম হোলি।
২০২০-তে করোনার প্রথম মাথাচারা দেওয়ার ফলে বি-টাউনের ছবির কাজ পিছিয়ে যাওয়ার পাশাপাশি, বহু তারকা জুটির বিয়েও পিছিয়ে গিয়েছিল। যদিও ২০২১ আসতেই এই তারকারা চারহাত এক করে ফেলেছেন। কোভিডের গাইডলাইন মেনে খুবই কম জাঁকচমকে বিয়ে সেরেছেন এঁরা। তালিকায় বলিউড অভিনেতা থেকে গানের জগতের অনেকেই রয়েছেন। গত ২৪ জানুয়ারি, ২০২১ বিয়ে করেছেন বলি তারকা বরুণ ধাওয়ার ও তাঁর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড নাতাশা দালাল। এই বছরই তাঁদের প্রথম দম্পতি হিসেবে প্রথম হোলি।
advertisement
2/6
বলিউডের তারকা গায়ক উদিত নারায়ণের ছেলে গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণও কিছুদিন আগেই বিয়ে সেরেছেন। হিসেব মতো তাঁরও স্ত্রী অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিয়েক পর প্রথম হোলি। গত ডিসেম্বরের ১ তারিখ বিয়ে করেছেন আদিত্য ও শ্বেতা।
বলিউডের তারকা গায়ক উদিত নারায়ণের ছেলে গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণও কিছুদিন আগেই বিয়ে সেরেছেন। হিসেব মতো তাঁরও স্ত্রী অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিয়েক পর প্রথম হোলি। গত ডিসেম্বরের ১ তারিখ বিয়ে করেছেন আদিত্য ও শ্বেতা।
advertisement
3/6
অভিনেত্রী দিয়া মির্জাও এ বছর দ্বিতীয় বিয়ে করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি বৈভব রেখির সঙ্গে বিয়ে করেছেন তিনি। বৈভবেরও এটি দ্বিতীয় বিয়ে। আপাতত মালদ্বীপে হানিমুনে গিয়েছেন জুটি। তাঁদেরও বিয়ের পর এটিই প্রথম হোলি।
অভিনেত্রী দিয়া মির্জাও এ বছর দ্বিতীয় বিয়ে করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি বৈভব রেখির সঙ্গে বিয়ে করেছেন তিনি। বৈভবেরও এটি দ্বিতীয় বিয়ে। আপাতত মালদ্বীপে হানিমুনে গিয়েছেন জুটি। তাঁদেরও বিয়ের পর এটিই প্রথম হোলি।
advertisement
4/6
করোনার মধ্যেই খুবই ছোট করে বিয়ে সেরেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। গত ৩০ অক্টোবর, ২০২০-তে গৌতম কিচলুর সঙ্গে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর সোমবার তাঁদের প্রথম হোলি। ফ্যানেরা অপেক্ষা করে রয়েছেন কবে তাঁদের হোলির ছবি দেখতে পাবেন।
করোনার মধ্যেই খুবই ছোট করে বিয়ে সেরেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। গত ৩০ অক্টোবর, ২০২০-তে গৌতম কিচলুর সঙ্গে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর সোমবার তাঁদের প্রথম হোলি। ফ্যানেরা অপেক্ষা করে রয়েছেন কবে তাঁদের হোলির ছবি দেখতে পাবেন।
advertisement
5/6
গত ২৫ ডিসেম্বর বিয়ে করেছেন অভিনেত্রী গওহর খান ও জায়েদ দরবার। তবে বাবা মারা যাওয়ার কারণে হয়তো এ বছর এই জুটিকে হোলি খেলতে দেখা যাবে না।
গত ২৫ ডিসেম্বর বিয়ে করেছেন অভিনেত্রী গওহর খান ও জায়েদ দরবার। তবে বাবা মারা যাওয়ার কারণে হয়তো এ বছর এই জুটিকে হোলি খেলতে দেখা যাবে না।
advertisement
6/6
বলিউডের তারকা গায়িকা নেহা কক্করও গত ২৪ অক্টোবর, ২০২০-তে জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে করেছেন। তাঁর স্বামী পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং। ইতিমধ্যেই তাঁরা প্রি-হোলির সেলিব্রেশন শুরু করে দিয়েছেন।
বলিউডের তারকা গায়িকা নেহা কক্করও গত ২৪ অক্টোবর, ২০২০-তে জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে করেছেন। তাঁর স্বামী পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং। ইতিমধ্যেই তাঁরা প্রি-হোলির সেলিব্রেশন শুরু করে দিয়েছেন।
advertisement
advertisement
advertisement