Bollywood Actrss Death Reason: প্রেমে একজনকেই বিয়ের প্রস্তাব, ‘না’ বলায় ‘প্রেম যোগিনী’ হয়েই কাটে, মৃত্যুর কারণও সেই হৃদয় থেকেই এল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Heroine Death Reason: বলিউড হিরোইনের হৃদয়ই তাঁকে শেষ করল
মুম্বই: বলিউডের এক সময়ের সিলভার স্ক্রিন কাঁপানো গায়িকা-নায়িক সুলক্ষণা পণ্ডিত ৬ নভেম্বর বৃহস্পতিবার মারা গেছেন। ৭১ বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার ভাই এবং সঙ্গীতশিল্পী ললিত পণ্ডিত নিশ্চিত করেছেন যে সুলক্ষণা পণ্ডিত আর আমাদের মধ্যে নেই। সুলক্ষণা পণ্ডিতের মৃত্যুর কারণ কী তা জেনে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
১৯৭৬ সালে সংকল্প ছবির "তু হি সাগর তু হি কিনারা" গানের জন্য এই অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। ১৯৭৫ সালে উলঝান ছবিতে অভিনেত্রী হিসেবে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। কথিত আছে যে সেই সময় এই অভিনেত্রী বলিউড সুপারস্টার সঞ্জীব কুমারের প্রেমে পড়েছিলেন, কিন্তু তিনি তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন, এবং তিনি কখনও বিয়ে না করার সিদ্ধান্ত নেন।
advertisement
advertisement
