

#কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করছেন অভিনেতা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোরজোর। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বরুণ ও নাতাশার বিয়ে। কিন্তু কে এই নাতাশা দালাল? দেখে নেওয়া যাক।


নাতাশা পেশায় মুম্বইয়ের একজন ফ্যাশন ডিজাইনার। নিউইয়র্ক এর ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ১০ বছর সেখানে ছিলেন নাতাশা।


২০১৩ সালে নিজের ব্র্যান্ড নাতাশা দালাল লেবেল লঞ্চ করার পরে ভারতে ফেরেন তিনি। এই ব্র্যান্ডে ব্রাইডাল অর্থাৎ বিয়ের পোশাকের সম্ভার রয়েছে।


দীর্ঘদিন ধরে বরুণ ধাওয়ানের সঙ্গে সম্পর্কে রয়েছেন নাতাশা। একসঙ্গে স্কুলে পড়তেন তাঁরা। করিনা কাপুরের একটি চ্যাট শোয়ে জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন স্কুলে প্রথম নাতাশার সঙ্গে দেখা হয়েছিল।


এরপর দুজনের বন্ধুত্ব হয়। তারপর থেকে দীর্ঘদিন একসঙ্গে সম্পর্কে ছিলেন তারা। কিন্তু নিজেদের সম্পর্কের ব্যাপারে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। এমনকি বিয়ের ব্যাপারেও জানাননি তাঁরা।


জানা যায় প্রচারের আলো, রুপোলি জগত এসব থেকে দূরে থাকতে ভালোবাসেন বরুণের হবু স্ত্রী নাতাশা দালাল। এমনকি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত লক করে রেখেছেন তিনি।