Bollywood Gossip: ৮টা প্রেম, ৩টে বিয়ে! তাঁকে নিয়ে ঝগড়া লেগে গিয়েছিল ২ সুপারস্টারের মধ্যে...তবুও স্বামীর কাছে খেতেন বেধড়ক মার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অভিনয় বাদেও, তাঁর শরীরি আবেদনের ওম বার বার উষ্ণতা ছড়িয়েছে তাঁর ভক্তদের হৃদয়ে৷ আর রঙিন পর্দার আড়ালেও কিন্তু, তাঁর রূপমুগ্ধদের সংখ্যা কম ছিল না৷ অভিনয় জগতে আসার পরে একাধিক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে দেখা গিয়েছিল জিনাত আমনকে৷
advertisement
advertisement
advertisement
ওই সিনেমার পর থেকেই দেবানন্দ ও জিনাত আমানের বন্ধুত্ব শুরু। তবে সেই বন্ধুত্বেও এল তিক্ত সময়৷ জিনাত তখন তারকা৷ এক বলিউড পার্টিতে তিনি কথা বলছিলেন রাজ কপূরের সঙ্গে। আর সেই দৃশ্য দেখেই মেজাজ বিগড়ে যায় দেবানন্দের। জিনাত ও রাজ কাপুরের সম্পর্ক নিয়ে সে সময় বহু আলোচনা হয়। জিনাতকে নিয়ে দেবানন্দ ও রাজ কাপুরের মধ্যে বিবাদের খবরও ছিল প্রতিটা গসিপ ম্যাগাজিনের পাতায় পাতায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement