Amitabh Bachchan Rekha Controversy: শুটিংয়ের ফাঁকে অমিতাভের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত... এ কী করছেন! রেখাকে কষিয়ে চড় মারেন জয়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শোনা যায়, ওই ছবির শুট চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে। তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন জয়া। শোনা যায়, তারপর তিনি নিজেকে আর সামলাতে পারেননি। কষিয়ে এক থাপ্পড় মেরে দেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আবার শোনা যায়, ইরানীয় নৃত্যশিল্পীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার খবরে নিজেকে রীতিমতো প্রতারিত মনে করছিলেন রেখা৷ অমিতাভের ফিল্মের সেটে পৌঁছে অমিতাভের মুখোমুখি হন রেখা৷ স্পষ্ট প্রশ্ন করেন ওই ইরানীয় নৃত্যশিল্পীকে নিয়ে৷ শোনা যায়, সেই সময় তুমুল ঝগড়া হয়েছিল দু’জনের মধ্যে৷ এমন অশ্লীল অভিযোগে রীতিমতো রেগে গিয়েছিলেন অমিতাভ৷ একসময় কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছয় যে রেখাকে সজোড়ে একটি থাপ্পড় মারেন অমিতাভ৷
advertisement
অমিতাভ-রেখার সম্পর্ক, বলিউডের চিরকালীন না পূরণ হওয়া প্রেমের কিংবদন্তী৷ এমন অনেক গল্প রয়েছে যা এখনও বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়ায়৷ অমিতাভের প্রতি গভীর প্রেম, তা সত্ত্বেও একের পর এক বিয়ে৷ অথচ কোনও বিয়েই থিতু করতে পারেনি রেখাকে৷ অমিতাভ বচ্চন যখন স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার যাপন করছেন৷ রেখা তখন একা৷