Bollywood Gossip: জীবনের প্রথম ছবিই শাহরুখের সঙ্গে, তারপরই উধাও! একটি ছবি করে কোথায় হারিয়ে গেলেন 'স্বদেশ'-এর গীতা?

Last Updated:
Bollywood Gossip: শাহরুখের নায়িকা একটি ছবি করেই কোথায় হারিয়ে গেলেন? কী করেন এখন 'স্বদেশ' নায়িকা গায়ত্রী? জানলে হতবাক হবেন...
1/11
২১ বছর আগে ২০০৪-এর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখের ফিল্মি কেরিয়ারের অন্যতম সেরা ছবি 'স্বদেশ'। সেই ছবিতেই শাহরুখের নায়িকা ছিলেন গায়ত্রী জোশী।
২১ বছর আগে ২০০৪-এর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখের ফিল্মি কেরিয়ারের অন্যতম সেরা ছবি 'স্বদেশ'। সেই ছবিতেই শাহরুখের নায়িকা ছিলেন গায়ত্রী জোশী।
advertisement
2/11
প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় ১৩ থেকে ৮৩ -এর মন জয় করে ফেলেছিল। কিন্তু, স্বদেশই ছিল গায়েত্রীর কেরিয়ারের প্রথম ও শেষ ছবি।
প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় ১৩ থেকে ৮৩ -এর মন জয় করে ফেলেছিল। কিন্তু, স্বদেশই ছিল গায়েত্রীর কেরিয়ারের প্রথম ও শেষ ছবি।
advertisement
3/11
অদ্ভুত ভাবে স্বদেশ ছবির ২১ বছর পরেও আর কোনওদিন পর্দায় ফেরেননি শাহরুখের হিট নায়িকা গায়ত্রী। কিন্তু কেন?
অদ্ভুত ভাবে স্বদেশ ছবির ২১ বছর পরেও আর কোনওদিন পর্দায় ফেরেননি শাহরুখের হিট নায়িকা গায়ত্রী। কিন্তু কেন?
advertisement
4/11
আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি অবশ্য বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে গায়ত্রীর অভিনয় নিয়ে ইতিবাচক কথাবার্তাই শোনা গিয়েছিল।
আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি অবশ্য বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে গায়ত্রীর অভিনয় নিয়ে ইতিবাচক কথাবার্তাই শোনা গিয়েছিল।
advertisement
5/11
তাড়াতাড়িই ছবির জগৎকে বিদায় জানান গায়ত্রী। ভারতের অন্যতম ধনী এক ব্যক্তিকে বিয়ে করে সংসারী হন তিনি। তবু তাঁকে নিয়ে কৌতূহল রয়েই গিয়েছে দর্শকের।
তাড়াতাড়িই ছবির জগৎকে বিদায় জানান গায়ত্রী। ভারতের অন্যতম ধনী এক ব্যক্তিকে বিয়ে করে সংসারী হন তিনি। তবু তাঁকে নিয়ে কৌতূহল রয়েই গিয়েছে দর্শকের।
advertisement
6/11
১৯৭৭ সালে নাগপুরে জন্ম গায়ত্রীর। মুম্বইয়ে কলেজে পড়াকালীনই মডেলিং শুরু করেন তিনি। গোদরেজ, এলজি, বম্বে ডাইং, সানসিল্ক, ফিলিপস-এর মতো বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। শাহরখের সঙ্গে হুন্ডাই-এর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন গায়ত্রী।
১৯৭৭ সালে নাগপুরে জন্ম গায়ত্রীর। মুম্বইয়ে কলেজে পড়াকালীনই মডেলিং শুরু করেন তিনি। গোদরেজ, এলজি, বম্বে ডাইং, সানসিল্ক, ফিলিপস-এর মতো বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। শাহরখের সঙ্গে হুন্ডাই-এর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন গায়ত্রী।
advertisement
7/11
১৯৯৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পাঁচ জনের মধ্যে ছিলেন তিনি। ২০০০ সালে আর একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে জাপানে গিয়েছিলেন। কর্মব্যস্ততার মধ্যে থাকলেও বিয়ের পর আর কখনও অভিনয়ে দেখা যায়নি গায়ত্রীকে।
১৯৯৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পাঁচ জনের মধ্যে ছিলেন তিনি। ২০০০ সালে আর একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে জাপানে গিয়েছিলেন। কর্মব্যস্ততার মধ্যে থাকলেও বিয়ের পর আর কখনও অভিনয়ে দেখা যায়নি গায়ত্রীকে।
advertisement
8/11
'স্বদেশ' মুক্তি পাওয়ার কয়েক মাসের মধ্যেই গায়ত্রী গাঁটছড়া বাঁধেন ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সঙ্গে। বিকাশ ছিলেন 'ওবেরয় কনস্ট্রাকশন'-এর প্রোমোটার।
'স্বদেশ' মুক্তি পাওয়ার কয়েক মাসের মধ্যেই গায়ত্রী গাঁটছড়া বাঁধেন ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সঙ্গে। বিকাশ ছিলেন 'ওবেরয় কনস্ট্রাকশন'-এর প্রোমোটার।
advertisement
9/11
বিকাশের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। ভারতের একশো জন ধনী ব্যক্তির তালিকায় নাম আছে বিকাশের।
বিকাশের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। ভারতের একশো জন ধনী ব্যক্তির তালিকায় নাম আছে বিকাশের।
advertisement
10/11
এখন পরিবারের সঙ্গেই সময় কাটান গায়ত্রী। মায়ানগরীতেই স্বামী আর দুই সন্তানের সঙ্গে থাকেন তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে তাঁর আর যোগাযোগ হবে কি না বলা মুশকিল।
এখন পরিবারের সঙ্গেই সময় কাটান গায়ত্রী। মায়ানগরীতেই স্বামী আর দুই সন্তানের সঙ্গে থাকেন তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে তাঁর আর যোগাযোগ হবে কি না বলা মুশকিল।
advertisement
11/11
তবে অভিনয় না করলেও গায়েত্রী তাঁর মডেলিং ও অভিনয় দুনিয়ার অনেকের সঙ্গেই এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন। গায়েত্রীকে প্রায়ই সোনালি বেন্দ্রে এবং হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে দেখা যায়।
তবে অভিনয় না করলেও গায়েত্রী তাঁর মডেলিং ও অভিনয় দুনিয়ার অনেকের সঙ্গেই এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন। গায়েত্রীকে প্রায়ই সোনালি বেন্দ্রে এবং হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে দেখা যায়।
advertisement
advertisement
advertisement