Bollywood Gossip: ছেলে-মেয়ে জেলে, অথচ তাঁদের বন্ধুবান্ধবদের নিয়েই খানাপিনায় মত্ত মা-বাবা... বিস্ফোরক দাবি সুশান্তের প্রাক্তনের
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Rachana Majumder
Last Updated:
চ্যালেঞ্জিং সময়ের সেই অভিজ্ঞতার স্মৃতি হাতড়ে অভিনেত্রী জানান, যখন তিনি এবং তাঁর ভাই বাইকুল্লা জেলে ছিলেন, সেই সময় তাঁদের পাশে ছিলেন বন্ধুবান্ধব। এমনকী তাঁদের মা-বাবাকেও সামলেছিলেন ওই বন্ধুরাই।
advertisement
advertisement
advertisement
রিয়ার কথায়, “আমরা যখন জেলে ছিলাম, তখন আমার একজন কিংবা দু’জন বন্ধু - ওরা তো আমার বাবার সঙ্গে এসে ড্রিঙ্ক করত। খাওয়াদাওয়াও করত। যখন আমি জেলের বাইরে এসেছিলাম, তখন আমি বলেছিলাম, কেন এত ওজন বেড়ে গিয়েছে তোমাদের। আরে আমি ওখানে জেলে ছিলাম, আর তোমরা এখানে খাবার খাচ্ছো। ওজন বাড়াচ্ছো। ওরা তখন বলেছিল, ‘না ভাই! কাকু-কাকিমা যাতে খাওয়াদাওয়া করেন, সেটাই দেখছিলাম। যাতে ওঁরা স্বাভাবিক থাকেন’। আর আমার মনে হয়েছিল, বাহ! কী দারুণ!”
advertisement
advertisement
আসলে জীবনে কোনও কিছুরই প্রয়োজন হয় না। জীবনে যদি একজন সত্যিকারের বন্ধু থাকেন, সেটাই যথেষ্ট। শিবানি (দান্ডেকর) আমার জন্য সেই বন্ধুটাই। আসলে ও যেভাবে আমার পাশে ছিল, সেটাই আমার জন্য যথেষ্ট। আর আমি এটা বুঝেছি যে, সারা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, কিন্তু আমার একটা বন্ধু আছে।” প্রসঙ্গত আপাতত বি-টাউনে জোর গুঞ্জন, জিরোধা প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে প্রেম পর্ব চলছে রিয়ার।









