Bollywood Actress: শুধু অমিতাভ-রেখাকে নিয়েই যত চর্চা! স্বামীর বন্ধু, এই নায়কের জন্য পাগল ছিলেন জয়া?

Last Updated:
কিন্তু জানেন কী শুধু অমিতাভ নয়, জয়া বচ্চনও পড়েছিলেন বি-টাউনের এক নায়কের প্রেমে৷
1/8
অমিতাভ বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সমসময় চর্চা চলেছে মিডিয়ার অন্দরে৷ বলিউডের অন্দরে তাঁর উথ্বান, তার প্রেম, বিয়ে সবকিছু নিয়েই ভক্তদের আজও তুমুল উৎসাহ৷ জয়া বচ্চনের সঙ্গে বিয়ে, এবং রেখার সঙ্গে চর্চিত প্রেম নিয়ে চলেছে বহু চর্চা৷ কিন্তু জানেন কী শুধু অমিতাভ নয়, জয়া বচ্চনও পড়েছিলেন বি টাউনের এক নায়কের প্রেমে৷
অমিতাভ বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সমসময় চর্চা চলেছে মিডিয়ার অন্দরে৷ বলিউডের অন্দরে তাঁর উথ্বান, তার প্রেম, বিয়ে সবকিছু নিয়েই ভক্তদের আজও তুমুল উৎসাহ৷ জয়া বচ্চনের সঙ্গে বিয়ে, এবং রেখার সঙ্গে চর্চিত প্রেম নিয়ে চলেছে বহু চর্চা৷ কিন্তু জানেন কী শুধু অমিতাভ নয়, জয়া বচ্চনও পড়েছিলেন বি টাউনের এক নায়কের প্রেমে৷
advertisement
2/8
অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের প্রেম নিয়ে বলিউডের অন্দরে চিরকালীন চর্চা৷ তবে অমিতাভ ছাড়া জয়া বচ্চনের সঙ্গে অন্য কারও সম্পর্কের কথা বিশেষ শোনা যায় না৷ তবে, জয়া বচ্চন একবার নিজে মুখেই একবার জানিয়েছিলেন এক সুপারস্টারের প্রতি তাঁর প্রেমের কথা৷
অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের প্রেম নিয়ে বলিউডের অন্দরে চিরকালীন চর্চা৷ তবে অমিতাভ ছাড়া জয়া বচ্চনের সঙ্গে অন্য কারও সম্পর্কের কথা বিশেষ শোনা যায় না৷ তবে, জয়া বচ্চন একবার নিজে মুখেই একবার জানিয়েছিলেন এক সুপারস্টারের প্রতি তাঁর প্রেমের কথা৷
advertisement
3/8
জয়া বচ্চন এক সুপারস্টারের প্রেমে রীতিমতো হাবুডুবু খেতেন৷ অমিতাভের খুবই কাছের বন্ধু সেই নায়কের ছিল তাঁর ক্রাশ৷ অভিনেতাকে ‘গ্রীক গডও’ বলেও মনের কথা বলেছিলেন অভিনেত্রী৷
জয়া বচ্চন এক সুপারস্টারের প্রেমে রীতিমতো হাবুডুবু খেতেন৷ অমিতাভের খুবই কাছের বন্ধু সেই নায়কের ছিল তাঁর ক্রাশ৷ অভিনেতাকে ‘গ্রীক গডও’ বলেও মনের কথা বলেছিলেন অভিনেত্রী৷
advertisement
4/8
যে সুপারস্টারের প্রতি প্রবীণ অভিনেত্রী মুগ্ধ হয়েছিলেন তিনি আর কেউ নন ধর্মেন্দ্র৷ ধর্মেন্দ্র এবং অমিতাভের বন্ধুত্বের কথা সকলের জানা৷
যে সুপারস্টারের প্রতি প্রবীণ অভিনেত্রী মুগ্ধ হয়েছিলেন তিনি আর কেউ নন ধর্মেন্দ্র৷ ধর্মেন্দ্র এবং অমিতাভের বন্ধুত্বের কথা সকলের জানা৷
advertisement
5/8
১৯৭১ সালে মুক্তি পাওয়া 'গুড্ডি' ছবিতেও ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করেছিলেন জয়া বচ্চন। এই দুই অভিনেতা ছাড়াও ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, সুমিতা সান্যাল এবং প্রাণের মতো তারকাদের।
১৯৭১ সালে মুক্তি পাওয়া 'গুড্ডি' ছবিতেও ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করেছিলেন জয়া বচ্চন। এই দুই অভিনেতা ছাড়াও ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, সুমিতা সান্যাল এবং প্রাণের মতো তারকাদের।
advertisement
6/8
সম্প্রতি, করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বহুবছর পর ফের একসঙ্গে কাজ করেছেন জয়া৷ ধর্মেন্দ্রকে ভীষণই পছন্দ করতেন জয়া, একথা তিনি নিজেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন৷
সম্প্রতি, করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বহুবছর পর ফের একসঙ্গে কাজ করেছেন জয়া৷ ধর্মেন্দ্রকে ভীষণই পছন্দ করতেন জয়া, একথা তিনি নিজেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন৷
advertisement
7/8
জয়া বচ্চন বলেছিলেন- 'যখন আমি প্রথমবার ধর্মেন্দ্র জির সঙ্গে দেখা করি, আমি ঘাবড়ে গিয়েছিলাম এবং সোফার পিছনে লুকিয়েছিলাম। ধর্মেন্দ্রর মতো সুদর্শন পুরুষের সামনে কী করব বুঝতে পারছিলাম না। আমার এখনও মনে আছে যখন আমি প্রথমবার তাঁকে দেখেছিলাম তিনি সাদা ট্রাউজার এবং সাদা শার্ট পরে ছিলেন৷ এবং তাঁকে গ্রীক ঈশ্বরের মতো দেখাচ্ছিল।’’
জয়া বচ্চন বলেছিলেন- 'যখন আমি প্রথমবার ধর্মেন্দ্র জির সঙ্গে দেখা করি, আমি ঘাবড়ে গিয়েছিলাম এবং সোফার পিছনে লুকিয়েছিলাম। ধর্মেন্দ্রর মতো সুদর্শন পুরুষের সামনে কী করব বুঝতে পারছিলাম না। আমার এখনও মনে আছে যখন আমি প্রথমবার তাঁকে দেখেছিলাম তিনি সাদা ট্রাউজার এবং সাদা শার্ট পরে ছিলেন৷ এবং তাঁকে গ্রীক ঈশ্বরের মতো দেখাচ্ছিল।’’
advertisement
8/8
এই বিষয়ে কথা বলার সময়, ধর্মেন্দ্র জানিয়েছিলেন, 'এটি ছিল আমার প্রতি জয়াজির ভালবাসা এবং শ্রদ্ধা। আমি অমিতাভ ও জয়াকে অনেকদিন ধরে চিনি। শোলে-এর শুটিংয়ের সময় আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং রকি অর রানি কি প্রেম কাহানি-এর শুটিংয়ের সময়ও অনেক স্মৃতি নতুন করে ফিরে এসেছিল।’’
এই বিষয়ে কথা বলার সময়, ধর্মেন্দ্র জানিয়েছিলেন, 'এটি ছিল আমার প্রতি জয়াজির ভালবাসা এবং শ্রদ্ধা। আমি অমিতাভ ও জয়াকে অনেকদিন ধরে চিনি। শোলে-এর শুটিংয়ের সময় আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং রকি অর রানি কি প্রেম কাহানি-এর শুটিংয়ের সময়ও অনেক স্মৃতি নতুন করে ফিরে এসেছিল।’’
advertisement
advertisement
advertisement