Bollywood Actress: শুধু অমিতাভ-রেখাকে নিয়েই যত চর্চা! স্বামীর বন্ধু, এই নায়কের জন্য পাগল ছিলেন জয়া?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কিন্তু জানেন কী শুধু অমিতাভ নয়, জয়া বচ্চনও পড়েছিলেন বি-টাউনের এক নায়কের প্রেমে৷
অমিতাভ বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সমসময় চর্চা চলেছে মিডিয়ার অন্দরে৷ বলিউডের অন্দরে তাঁর উথ্বান, তার প্রেম, বিয়ে সবকিছু নিয়েই ভক্তদের আজও তুমুল উৎসাহ৷ জয়া বচ্চনের সঙ্গে বিয়ে, এবং রেখার সঙ্গে চর্চিত প্রেম নিয়ে চলেছে বহু চর্চা৷ কিন্তু জানেন কী শুধু অমিতাভ নয়, জয়া বচ্চনও পড়েছিলেন বি টাউনের এক নায়কের প্রেমে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জয়া বচ্চন বলেছিলেন- 'যখন আমি প্রথমবার ধর্মেন্দ্র জির সঙ্গে দেখা করি, আমি ঘাবড়ে গিয়েছিলাম এবং সোফার পিছনে লুকিয়েছিলাম। ধর্মেন্দ্রর মতো সুদর্শন পুরুষের সামনে কী করব বুঝতে পারছিলাম না। আমার এখনও মনে আছে যখন আমি প্রথমবার তাঁকে দেখেছিলাম তিনি সাদা ট্রাউজার এবং সাদা শার্ট পরে ছিলেন৷ এবং তাঁকে গ্রীক ঈশ্বরের মতো দেখাচ্ছিল।’’
advertisement