Bollywood Gossip: তাঁকে দেখে ডায়লগ ভুলে গিয়েছিলেন এই কাপুর, পরপর হৃদয় ভাঙা মধুবালার বায়োপিক এবার সিনেমায়

Last Updated:
Bollywood Gossip: একের পর এক প্রেম, কখনও ধর্ম হয়েছে প্রেমে বাধা, আবার কখনও অন্য কিছু...
1/9
Bollywood Gossip: মাত্র ৯ বছর বয়সে সেলুলয়েডে পা, রূপের তুফান বি টাউনের এই সুন্দরী রাজ করেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারীর কোটি কোটি দর্শক -ফ্যানদের হৃদয়ে৷ তিনি মধুবালা সিনেমা থেক ব্যক্তিগত জীবনে সর্বত্রই পরতে পরতে ফিল্মি মোচড় এই সুন্দরীর৷ তিনি মধুবালা৷ Photo- File 
Bollywood Gossip: মাত্র ৯ বছর বয়সে সেলুলয়েডে পা, রূপের তুফান বি টাউনের এই সুন্দরী রাজ করেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারীর কোটি কোটি দর্শক -ফ্যানদের হৃদয়ে৷ তিনি মধুবালা সিনেমা থেক ব্যক্তিগত জীবনে সর্বত্রই পরতে পরতে ফিল্মি মোচড় এই সুন্দরীর৷ তিনি মধুবালা৷ Photo- File 
advertisement
2/9
এবার মধুবালার বায়োপিক তৈরি হচ্ছে৷  বলিউড অ্যাকট্রেস মধুবালা নিজের কেরিয়ারে আকাশ ছোঁওয়া সাফল্য পান৷ তাঁর সৌন্দর্য্যের দীপ্তি আজও সকলকে মুগ্ধ করে রাখে৷ তাঁর সৌন্দর্য্য যতটা সুন্দরী ঠিক ততটাই দক্ষ অভিনেত্রী৷ ডার্লিংস ছবির নির্দেশক জসমীত মধুবালার বায়োপিক নির্দেশনা করবেন৷ 
এবার মধুবালার বায়োপিক তৈরি হচ্ছে৷  বলিউড অ্যাকট্রেস মধুবালা নিজের কেরিয়ারে আকাশ ছোঁওয়া সাফল্য পান৷ তাঁর সৌন্দর্য্যের দীপ্তি আজও সকলকে মুগ্ধ করে রাখে৷ তাঁর সৌন্দর্য্য যতটা সুন্দরী ঠিক ততটাই দক্ষ অভিনেত্রী৷ ডার্লিংস ছবির নির্দেশক জসমীত মধুবালার বায়োপিক নির্দেশনা করবেন৷ 
advertisement
3/9
ভারতের মারলিন মনরো বলে পপুলার ছিলেন মধুবালা৷ তিনি কিশোর কুমারের দ্বিতীয় স্ত্রী হন৷  সনি পিকচার্স ইন্টারন্যাশানালের প্রযোজনায় এই সিনেমা রিলিজ হবে৷ এখানে তাঁর জীবনের কোন কোন অংশ দেখা যাবে তা অবশ্য এখনও জানা নেই৷ Photo- File 
ভারতের মারলিন মনরো বলে পপুলার ছিলেন মধুবালা৷ তিনি কিশোর কুমারের দ্বিতীয় স্ত্রী হন৷  সনি পিকচার্স ইন্টারন্যাশানালের প্রযোজনায় এই সিনেমা রিলিজ হবে৷ এখানে তাঁর জীবনের কোন কোন অংশ দেখা যাবে তা অবশ্য এখনও জানা নেই৷ Photo- File 
advertisement
4/9
কিশোর কুমার অবশ্য তাঁর প্রথম প্রেমিক ছিলেন না৷ তাঁর প্রথম প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল প্রেম নাথের সঙ্গে৷ কিন্তু মুমতাজ জাহান বেগম দেহলাভির বা মধুবালার সঙ্গে তাঁর প্রেম পর্ব ৬ মাসের বেশি স্থায়ী হয়নি৷ ধর্মীয় কারণে তাঁদের বিয়ে হওয়া সম্ভব ছিল না৷ Photo- File
কিশোর কুমার অবশ্য তাঁর প্রথম প্রেমিক ছিলেন না৷ তাঁর প্রথম প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল প্রেম নাথের সঙ্গে৷ কিন্তু মুমতাজ জাহান বেগম দেহলাভির বা মধুবালার সঙ্গে তাঁর প্রেম পর্ব ৬ মাসের বেশি স্থায়ী হয়নি৷ ধর্মীয় কারণে তাঁদের বিয়ে হওয়া সম্ভব ছিল না৷ Photo- File
advertisement
5/9
এরপর তিনি দিলীপ কুমারের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন৷ কিন্তু সেই সম্পর্কও বিয়েতে পরিণতি পায়নি৷ বরং ১৯৬০ সালে তিনি বিয়ে করে নেন৷ মধুবালা কিশোর কুমারের সঙ্গে বিয়ে করার পর লন্ডনে চলে যান চিকিৎসার জন্য৷ Photo- File
এরপর তিনি দিলীপ কুমারের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন৷ কিন্তু সেই সম্পর্কও বিয়েতে পরিণতি পায়নি৷ বরং ১৯৬০ সালে তিনি বিয়ে করে নেন৷ মধুবালা কিশোর কুমারের সঙ্গে বিয়ে করার পর লন্ডনে চলে যান চিকিৎসার জন্য৷ Photo- File
advertisement
6/9
এদিকে মধুবালা খুবই ব্যক্তিত্বসম্পন্ন অভিনেত্রী ছিলেন৷ তাঁর সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করার সময় নিজের ডায়লগ ভুলে গিয়েছিলেন শাম্মি কাপুর৷ নিজেই এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন এই কাপুর৷ Photo- File
এদিকে মধুবালা খুবই ব্যক্তিত্বসম্পন্ন অভিনেত্রী ছিলেন৷ তাঁর সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করার সময় নিজের ডায়লগ ভুলে গিয়েছিলেন শাম্মি কাপুর৷ নিজেই এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন এই কাপুর৷ Photo- File
advertisement
7/9
পাশাপাশি তিনিই শাম্মি কাপুরকে বিয়ার খেতে শিখিয়েছিলেন৷ দাপুটে অভিনেত্রী, সুন্দরী শ্রেষ্ঠা নিজের শর্তেই বাঁচতেন তবে সিনেমার মতো সুন্দর গোলাপের পাপড়ি ভরা ছিল না তাঁর জীবন৷ Photo- File
পাশাপাশি তিনিই শাম্মি কাপুরকে বিয়ার খেতে শিখিয়েছিলেন৷ দাপুটে অভিনেত্রী, সুন্দরী শ্রেষ্ঠা নিজের শর্তেই বাঁচতেন তবে সিনেমার মতো সুন্দর গোলাপের পাপড়ি ভরা ছিল না তাঁর জীবন৷ Photo- File
advertisement
8/9
বরং অনেক ওঠাপড়া কাটিয়েই জীবনে এগোচ্ছিলেন তিনি৷ মাত্র ৩৬ বছর বয়সে মারা যান তিনি৷ তাঁর অভিনীত সিনেমার সংখ্যা প্রায় ৭০৷ Photo- File
বরং অনেক ওঠাপড়া কাটিয়েই জীবনে এগোচ্ছিলেন তিনি৷ মাত্র ৩৬ বছর বয়সে মারা যান তিনি৷ তাঁর অভিনীত সিনেমার সংখ্যা প্রায় ৭০৷ Photo- File
advertisement
9/9
চলচ্চিত্রটি অর্থাৎ বায়োপিকে তাঁর সিনেমাটিক যাত্রা এবং সেই যুগে বিনোদন শিল্পের জটিলতাগুলি নিয়ে কী ভাবে একজন মহিলা অভিনেতা  হিসাবে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল তাই প্রধানত দেখাবে৷  ছবিটি প্রযোজনা করেছে সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন এবং ব্রুইং থটস প্রাইভেট লিমিটেড। মধুবালার বোন মধুর ব্রিজ ভূষণ এবং অরবিন্দ কুমার মালভিয়া (মধুবালা ভেঞ্চারস) ছবির সহ-প্রযোজক। Photo- File
চলচ্চিত্রটি অর্থাৎ বায়োপিকে তাঁর সিনেমাটিক যাত্রা এবং সেই যুগে বিনোদন শিল্পের জটিলতাগুলি নিয়ে কী ভাবে একজন মহিলা অভিনেতা  হিসাবে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল তাই প্রধানত দেখাবে৷  ছবিটি প্রযোজনা করেছে সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন এবং ব্রুইং থটস প্রাইভেট লিমিটেড। মধুবালার বোন মধুর ব্রিজ ভূষণ এবং অরবিন্দ কুমার মালভিয়া (মধুবালা ভেঞ্চারস) ছবির সহ-প্রযোজক। Photo- File
advertisement
advertisement
advertisement