Bollywood Gossip: মন্দিরে বউকে বিয়ে করার কথা লুকিয়ে নীলমকে বিয়ের প্রস্তাব, দিব্যাকে দেখলে সামলে রাখা দায় হয়ে উঠত, তারপরে আবার নিজের বউকেই দ্বিতীয়বার বিয়ে, রঙিন গোবিন্দা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: আমার কুণ্ডলীতে দুটো বিয়ে আছে বলে যা যা করেছেন গোবিন্দা, চমকে উঠেছে বি টাউন
এক্সট্রা ম্যারিটাল ও গোবিন্দাএখন ট্রেন্ড চলছে গ্রে ডিভোর্সের৷ সেই তালিকায় নতুন নাম গোবিন্দা ও সুনীতার বিবাহবিচ্ছেদের খবর। এরই মধ্যে হঠাৎ করেই গোবিন্দার একটি পুরানো সাক্ষাৎকারের কথা মনে করছে যেখানে তিনি বলেছিলেন যে তাঁর কুন্ডলী (জন্মপত্রিকায়) দুটি বিবাহের সম্ভাবনা রয়েছে। গোবিন্দার নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর সঙ্গে। এই ইন্টারভিউতে, তিনি নীলমের সঙ্গে তার প্রেমের বিবরণ দিতেন খুল্লমখুল্লা৷ শুধু নীলমই নন, তিনি দিব্যা ভারতীকে নিয়েও মনের তোলপাড় জানিয়েছেন৷ তিনি বলেছেন পুরুষ মানুষের পক্ষে দিব্যা ভারতীর সামনে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন।
advertisement
গোবিন্দা ও সুনীতার প্রেমগোবিন্দা এবং সুনীতার প্রেমের গল্পও কিন্তু বেশ রোমান্টিক৷ গোবিন্দা এবং সুনীতার দেখা হয়েছিল একটি বিয়েবাড়িতে। তখন সুনীতা নবম শ্রেণীতে পড়তেন। সুনীতার জামাইবাবু জানান, গোবিন্দা একজন সাধারণ ছেলে ছিল। তাঁকে প্রভাবিত করা কঠিন। সুনীতা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন৷ এক বছর পর দুজনের মধ্যে প্রেম পর্ব শুরু হয়৷
advertisement
সুনীতার সঙ্গে টাইম পাস করেছিলস্টারডাস্টকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, গোবিন্দা। এতে তিনি বলেছিলেন যে তিনি সুনীতার সঙ্গে সিরিয়াসলি জড়াতে চাননি। বরং এরকম ভেবেছিলেন একটা মেয়ের সঙ্গে আড্ডা দিচ্ছেন। তিনি বলেছিলেন যে সিনেমায় রোমান্টিক সিন করতে গিয়ে তিনি মেয়েদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ভাই কীর্তি তাঁকে বলেছিলেন যে তিনি যদি বাস্তব জীবনে রোমান্স করেন তবে তিনি চরিত্রে ভাল অভিনয় করতে সক্ষম হবেন। তারপর থেকে তিনি সুনীতার সঙ্গে দেখা করে টাইমপাস করতে থাকেন। গোবিন্দা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সুনীতার সঙ্গে সময় কাটানোর জন্য তাঁকে ভারী মূল্য চোকাতে হয়েছিল৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গোবিন্দ নীলমকে হারাতে চাননিগোবিন্দ বলেছিলেন, '‘নীলমের মতো মেয়ের সঙ্গে দেখা হলে যে কোনও মানুষই ভেসে যাবে। আমি পুরোপুরি বয়ে গিয়েছিলাম। আমি তাঁকে বিয়ে করতে চেয়েছিলাম, হারাতে চাইনি।’’ গোবিন্দ তখন বলেছিলেন যে তিনি সবসময় নীলমের যত্ন নেবেন। তিনি আরও বলেছিলেন যে তিনি নীলমের কাছে কিছুই চান না, কেবল তাঁর ভালবাসা খাঁটি। এছাড়াও, নীলমের সঙ্গে তাঁর সম্পর্ককে অ্যাফেয়ার বলা হলে দুঃখ পেতেন গোবিন্দা৷
advertisement
advertisement
দিব্যা ভারতীর উপরে ক্রাশগোবিন্দ বলেছিলেন, 'যা হওয়ার তাই হবে। হ্যাঁ, আমি জুহিকে খুব পছন্দ করি। এমনকি দিব্যা ভারতীকেও। দিব্যা খুবই সেক্সি মেয়ে। তাঁর সামনে নিয়ন্ত্রণে থাকা যেকোনও পুরুষের পক্ষেই কঠিন। সুনীতা এই সব দেখে খুব রেগে যাচ্ছিল কিন্তু তাঁর জানা উচিত যে আমি এখনও দিব্যার জাদু থেকে কোনওরকমে বেঁচে আছি৷’