Gossip: মায়ের চেয়ে ৫ বছরের বড় মেয়ে! একসঙ্গে ৫ প্রেম-সম্পর্কে বিধ্বস্ত! নিরোধের বিজ্ঞাপনে উঠেছিল ঝড়! চূড়ান্ত সাহসী, তুমুল জনপ্রিয় অভিনেত্রীকে চেনেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Gossip: আমির খানের ছবিতে কাজ করে খ্যাতি অর্জন। অভিনেত্রী তাঁর চতুর্থ সৎ মায়ের চেয়ে পাঁচ বছরের বড়। বাবা অভিনেতা কবীর বেদী একসময় বলিউডের সুপারহিট তারকা ছিলেন। কবীর তার কর্মজীবনে চারটি বিয়ে করেন। একইসঙ্গে প্রায় ৫ জনের সঙ্গে ডেট করেনছেন অভিনেত্রী। আজ অভিনেত্রীর ৫৩তম জন্মদিন।
*আমির খানের 'জো জিতা ওহি সিকান্দর' ছবিতে কাজ করে খ্যাতি অর্জন করা অভিনেত্রী পুজা বেদী তাঁর চতুর্থ সৎ মায়ের চেয়ে পাঁচ বছরের বড়। পুজা বেদীর বাবা অভিনেতা কবীর বেদী একসময় বলিউডের সুপারহিট তারকা ছিলেন। কবীর তার কর্মজীবনে চারটি বিয়ে করেন। একইসঙ্গে প্রায় ৫ জনের সঙ্গে ডেট করেনছেন অভিনেত্রী পুজা বেদী।
*সিনেমায় অভিনয়ের আগে বিজ্ঞাপনে কাজ করতেন পুজা। সিনেমার চেয়ে বিজ্ঞাপনের জন্যই বেশি জনপ্রিয়তা তিনি। ১৯৯১ সালে বড়সড় বিতর্কে জড়ান পুজা যখন তাঁর নিরোধের বিজ্ঞাপন বাজারে আসে। এই বিজ্ঞাপনে তাঁকে মডেল মার্ক রবিনসনের সঙ্গে সুইমিং পুলে স্নান করতে দেখা গিয়েছিল। সেই সময় পুজার এই বিজ্ঞাপন এতটাই সাহসী ছিল যে দূরদর্শন তা নিষিদ্ধ করে দেয়।
*পুজা বেদীর প্রেম নিয়ে চর্চা অনেক। তিনি নামজাদা পাঁচ সেলিব্রিটির সঙ্গে নানা সময়ে ডেট করেছেন। পুজার প্রেমের সম্পর্ক প্রথমে আলোচনায় আসে যখন তিনি আদিত্য পাঞ্চোলির সঙ্গে জড়িয়ে পড়েন। পরে এই সম্পর্কের পরিণতি ভাল হয়নি। এরপর ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে তিন বছর ডেট করেন। ১৯৯৪ সালে বিয়েও করেন দু'জনে। বিয়ের কয়েক বছর পর দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় এবং ২০০৩ সালে ফারহানকে ডিভোর্স দেন।
*ফারহানের সঙ্গে পুজার দুই সন্তান রয়েছে, তাদের নাম ওমর ও আলিয়া। ফারহানের সঙ্গে বিচ্ছেদের পর কোরিওগ্রাফার হানিফ হিলালের সঙ্গে ডেট করেন পুজা। দু-বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়। শোনা যায়, ধৃতি বিক্রমাদিত্যের সঙ্গেও ১৮ মাসের সম্পর্ক ছিল পূজার। এত কিছুর পর 'বিগ বস' সিজন ৫-এ প্রতিযোগী আকাশদীপ সেহগালের সঙ্গে ডেট করেন। 'কিউকি সাস ভি কভি বহু থি'-তে অংশের চরিত্রে অভিনয় করেছেন আকাশদীপ।
*২০১৯ সালে এসে আরও একবার নিজের ব্যক্তিগত জীবনের জন্য খবরের কাগজের পাতায় উঠে আসে পুযার নাম। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী মানেক কন্ট্রাক্টরের সঙ্গে বাগদান সারেন তিনি। নিজের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানান। তবে কয়েকদিন ধরেই ফের প্রকাশ্যে আসতে শুরু করেছে দু'জনের ব্রেকআপের খবর।