Bollywood Hero Married 3 Times: বিচ্ছেদে মনের জোর হারাননি অভিনেতা, ৩ বারের বিয়েতে খুঁজে পেয়েছেন মনের মানুষ, এখন সুখের সংসার নায়িকার সঙ্গে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এখন তিনি বলিউড নায়িকাকে বিয়ে করে সুখে সংসার করছেন ঠিকই, কিন্তু তার আগে একাধিক বার তিনি বিয়ে করেছেন৷
advertisement
বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভার৷ ৪২ বছর বয়স তাঁর। ২৩ ফেব্রুয়ারি ১৯৮২ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন করণ, পঞ্জাবি শিখ পরিবারে জন্ম হয় তাঁর। ২ বছর বয়সেই তাঁদের পরিবার দিল্লি ছেড়ে সৌদি আরবে চলে যায়৷ সেখানেই বসবাস করেন তাঁরা৷ আপাতত কর্মসূত্রে তিনি মুম্বই থাকেন৷ সেখানেই রয়েছেন তাঁর স্ত্রী বিপাশা৷ এক ফুটফুটে কন্যা সন্তান রয়েছেন তাঁদের, নাম দেবী৷
advertisement
advertisement
এই ছবির সেটেই একে অপরের কাছাকাছি আসেন বিপাশা ও করণ। এই ছবির পর করণকে দেখা যায় হেট স্টোরি ৩ ছবিতে। এটিও ফ্লপ ছিল৷ যে কটি ছবিতে কাজ করেছেন করণ, তা সবই প্রায় ফ্লপ৷ তবে এবছর ফাইটার ছবিতে দীপিকা-হৃতিকের পাশাপাশি ছিলেন তিনি৷ ছবিটি হিট৷ তবে ছবিতে আসার আগে করণ ধারাবাহিকে অভিনয় করতেন৷ সেই কেরিয়ার ছিল তাঁর হিট৷ সেখান থেকেই করণ জনপ্রিয়তা পান৷
advertisement
advertisement
advertisement
বিপাশা বসু করণ সিং গ্রোভারের তৃতীয় স্ত্রী। করণের প্রথম স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা নিগম। ২০০৮ প্রথম বিয়ে হয় করণের৷ কিন্তু ১০ মাস পরে ভেঙে যায়। শ্রদ্ধা নিগম থেকে আলাদা হওয়ার পর তিনি জনপ্রিয় টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন। এই বিয়ে ২০১২ সালে হয়েছিল কিন্তু তাও বেশিদিন টেকেনি। এরপর বিপাশাকে বিয়ে করেন করণ।