আমির খানের বর্তমান স্ত্রী কিরণ রাও ও প্রাক্তন স্ত্রী রিনা দত্ত-র মধ্যে সম্পর্ক ঠিক কেমন ?

Last Updated:
1/5
১৯৮৬ সাল। বলিটাউনের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান তখন সবে ২১-এর তরুণ তুর্কি। কিন্তু ভালবাসা কী আর বাঁধ মানে? ওইটুকুন বয়সেই বিয়ে করলেন প্রথম প্রেম--রিনা দত্তকে।  photo source: News18Network
১৯৮৬ সাল। বলিটাউনের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান তখন সবে ২১-এর তরুণ তুর্কি। কিন্তু ভালবাসা কী আর বাঁধ মানে? ওইটুকুন বয়সেই বিয়ে করলেন প্রথম প্রেম--রিনা দত্তকে। photo source: News18Network
advertisement
2/5
রীনা আর আমির যখন ভালবাসার রেলগাড়ি ছুটিয়েছিলেন, তখন তাঁরা দু'জনেই বেশ ছোট! বিয়ের সময় রিনা মাত্র ২০-র তরুণী। রূপকথার গল্পের মতো ছিল তাঁদের দাম্পত্য জীবন। সংসার আলো করে এল দুই সন্তান-- জুনেইদ, ইরা।   photo source: News18Network
রীনা আর আমির যখন ভালবাসার রেলগাড়ি ছুটিয়েছিলেন, তখন তাঁরা দু'জনেই বেশ ছোট! বিয়ের সময় রিনা মাত্র ২০-র তরুণী। রূপকথার গল্পের মতো ছিল তাঁদের দাম্পত্য জীবন। সংসার আলো করে এল দুই সন্তান-- জুনেইদ, ইরা। photo source: News18Network
advertisement
3/5
যে-কোনও কারণে হোক, একটা সময়ের পর আর বনিবনা হয় না আমির, রিনার। বিয়ের ১৫ বছর পর, ২০০২ সালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর আমিরের জীবনে আসেন কিরণ রাও। বিয়েও হয় তাঁদের। এবং সব থেকে যেটা ভাল বিষয়, আমিরের প্রাক্তন এবং বর্তমান স্ত্রী, মানে রিনা ও কিরণ কিন্তু দু'জনেই খুব ভাল বন্ধু। photo source: News18Network
যে-কোনও কারণে হোক, একটা সময়ের পর আর বনিবনা হয় না আমির, রিনার। বিয়ের ১৫ বছর পর, ২০০২ সালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর আমিরের জীবনে আসেন কিরণ রাও। বিয়েও হয় তাঁদের। এবং সব থেকে যেটা ভাল বিষয়, আমিরের প্রাক্তন এবং বর্তমান স্ত্রী, মানে রিনা ও কিরণ কিন্তু দু'জনেই খুব ভাল বন্ধু। photo source: News18Network
advertisement
4/5
আমির খান আর রিনার মধ্যেও বন্ধুত্ব কিন্তু অটুট রয়েছে! আমিরের কোনও ছবির প্রিমিয়ার মিস করেন না রিনা। photo source: News18Network
আমির খান আর রিনার মধ্যেও বন্ধুত্ব কিন্তু অটুট রয়েছে! আমিরের কোনও ছবির প্রিমিয়ার মিস করেন না রিনা। photo source: News18Network
advertisement
5/5
খান পরিবারের পারিবারিক অনুষ্ঠানেও হাজির থাকেন রিনা। জুনেইদ, ইরা-র সঙ্গেও খুব ভাল সম্পর্ক কিরণ রাও-এর।  photo source: News18Network
খান পরিবারের পারিবারিক অনুষ্ঠানেও হাজির থাকেন রিনা। জুনেইদ, ইরা-র সঙ্গেও খুব ভাল সম্পর্ক কিরণ রাও-এর। photo source: News18Network
advertisement
advertisement
advertisement