Farah Khan: ‘গাছের পেছনে বদলাতে হত জামা, এখন সবার ৪টি করে ভ্যানিটি ভ্যান’! তারকাদের ঝক্কি নিয়ে বিস্ফোরক ফারহা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Farah Khan on Bollywood Celebs Demands: তারকা ও তাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারহা খান। প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এবার সেই নিয়ে সরব ফারহা।
শূণ্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে কোটিপতি হয়েছেন এমন উদাহরণও অসংখ্য। এখন অভিনেতাদের আলাদা ভ্যানিটি ভ্যান থাকে। অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ্যানিটি ভ্যান-সহ একাধিক জিনিসের দাবি জানান। সদ্যই তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ফারহা খান
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বড় বড় তারকাদের প্রয়োজন সম্পর্কে তাই খুব ভাল করেই জানেন ফারহা। সময় নিয়ে সেটে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও পরিচালনা করতে পারত। গাছের আড়ালে গিয়ে কাপড় পাল্টাতেন। তারা আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করত, যেখানে আজকাল অভিনেতারা তাদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
advertisement
ফারাহ বলেন, ‘‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এটি করতে হবে। এমনকী সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হত। আজ অভিনেতারা তাদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’’