ED Jacqueline Fernandez : আর্থিক দুর্নীতির অভিযোগে জ্যাকলিন ফার্নান্ডেজ-কে ম্যারাথন জেরা ইডির...

Last Updated:
ED Jacqueline Fernandez : জানা গিয়েছে দিল্লিতে জেরা চলছে অভিনেত্রীর, গত পাঁচ ঘন্টা ধরে লাগাতার ইডির প্রশ্নের মুখে সলমন খানের ‘কিক’ নায়িকা।
1/7
এবার আর্থিক দুর্নীতি মামলায় ফাঁসলেন বলিউডের জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) জেরার মুখে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ (Jacqueline Fernandez)।
এবার আর্থিক দুর্নীতি মামলায় ফাঁসলেন বলিউডের জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) জেরার মুখে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ (Jacqueline Fernandez)।
advertisement
2/7
আর্থিত তছরূপের মামলায় এই সিংহলি সুন্দরীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থা, খবর সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে। জানা গিয়েছে দিল্লিতে জেরা চলছে অভিনেত্রীর, গত পাঁচ ঘন্টা ধরে লাগাতার ইডির প্রশ্নের মুখে সলমন খানের ‘কিক’ নায়িকা।
আর্থিত তছরূপের মামলায় এই সিংহলি সুন্দরীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থা, খবর সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে। জানা গিয়েছে দিল্লিতে জেরা চলছে অভিনেত্রীর, গত পাঁচ ঘন্টা ধরে লাগাতার ইডির প্রশ্নের মুখে সলমন খানের ‘কিক’ নায়িকা।
advertisement
3/7
মূলত শ্রীলঙ্কার, জ্যাকলিনকে (Jacqueline Fernandez) বলিউড অভিনেতা সলমন খানের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। জ্যাকলিনের বাবা শ্রীলঙ্কার এবং মা মালয়েশিয়ার। জ্যাকলিনের বাবা একজন সঙ্গীতশিল্পী এবং মা একজন এয়ার হোস্টেস ছিলেন। জ্যাকলিন তাঁর ৪ ভাইবোনের মধ্যে ছোট। জ্যাকলিনের একটি বড় বোন এবং ২ জন বড় ভাই রয়েছে বলে জানা যায়।
মূলত শ্রীলঙ্কার, জ্যাকলিনকে (Jacqueline Fernandez) বলিউড অভিনেতা সলমন খানের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। জ্যাকলিনের বাবা শ্রীলঙ্কার এবং মা মালয়েশিয়ার। জ্যাকলিনের বাবা একজন সঙ্গীতশিল্পী এবং মা একজন এয়ার হোস্টেস ছিলেন। জ্যাকলিন তাঁর ৪ ভাইবোনের মধ্যে ছোট। জ্যাকলিনের একটি বড় বোন এবং ২ জন বড় ভাই রয়েছে বলে জানা যায়।
advertisement
4/7
জ্যাকলিন ফার্নান্ডেজ ২০০৬ সালে মিস শ্রীলঙ্কা ইউনিভার্স নির্বাচিত হন এবং মডেলিং শুরু করেন। এরপর ২০০৯ সালে, তিনি একটি মডেলিং অ্যাসাইনমেন্টে ভারতে আসেন এবং এই সময়ে 'আলাদিন' ছবির জন্য অডিশন দেন এবং নির্বাচিত হন। জ্যাকলিনের অভিষেক হয় এই ছবি দিয়ে। জ্যাকলিন তার ছবিতে পূর্ণতা আনতে হিন্দি শিখেছিলেন।
জ্যাকলিন ফার্নান্ডেজ ২০০৬ সালে মিস শ্রীলঙ্কা ইউনিভার্স নির্বাচিত হন এবং মডেলিং শুরু করেন। এরপর ২০০৯ সালে, তিনি একটি মডেলিং অ্যাসাইনমেন্টে ভারতে আসেন এবং এই সময়ে 'আলাদিন' ছবির জন্য অডিশন দেন এবং নির্বাচিত হন। জ্যাকলিনের অভিষেক হয় এই ছবি দিয়ে। জ্যাকলিন তার ছবিতে পূর্ণতা আনতে হিন্দি শিখেছিলেন।
advertisement
5/7
জ্যাকলিন 'আলাদিন' দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু 'মার্ডার ২' থেকে স্বীকৃতি পেয়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। 'হাউস ফুল ২', 'রেস ৩', 'কিক' এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন। জ্যাকলিনের আসন্ন ছবি 'ভূত পুলিশ'। যেখানে সইফ আলি খানকে দেখা যাবে অর্জুন কাপুর এবং ইয়ামিনী গৌতমের সঙ্গে।
জ্যাকলিন 'আলাদিন' দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু 'মার্ডার ২' থেকে স্বীকৃতি পেয়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। 'হাউস ফুল ২', 'রেস ৩', 'কিক' এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন। জ্যাকলিনের আসন্ন ছবি 'ভূত পুলিশ'। যেখানে সইফ আলি খানকে দেখা যাবে অর্জুন কাপুর এবং ইয়ামিনী গৌতমের সঙ্গে।
advertisement
6/7
হাউস ফুল ২', 'রেস ৩', 'কিক' এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন। জ্যাকলিনের আসন্ন ছবি 'ভূত পুলিশ'। যেখানে সইফ আলি খানকে দেখা যাবে অর্জুন কাপুর এবং ইয়ামি গৌতমের সঙ্গে।
হাউস ফুল ২', 'রেস ৩', 'কিক' এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন। জ্যাকলিনের আসন্ন ছবি 'ভূত পুলিশ'। যেখানে সইফ আলি খানকে দেখা যাবে অর্জুন কাপুর এবং ইয়ামি গৌতমের সঙ্গে।
advertisement
7/7
এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে জ্যাকলিনের একগুচ্ছ প্রোজেক্ট। জ্যাকলিন ফার্নান্ডেজের ‘অ্যাটাক’, ‘বচ্চন পাণ্ডে’, ‘রাম সেতু’-র মতো বহুচর্চিত ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে জ্যাকলিনের একগুচ্ছ প্রোজেক্ট। জ্যাকলিন ফার্নান্ডেজের ‘অ্যাটাক’, ‘বচ্চন পাণ্ডে’, ‘রাম সেতু’-র মতো বহুচর্চিত ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।
advertisement
advertisement
advertisement