ED Jacqueline Fernandez : আর্থিক দুর্নীতির অভিযোগে জ্যাকলিন ফার্নান্ডেজ-কে ম্যারাথন জেরা ইডির...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ED Jacqueline Fernandez : জানা গিয়েছে দিল্লিতে জেরা চলছে অভিনেত্রীর, গত পাঁচ ঘন্টা ধরে লাগাতার ইডির প্রশ্নের মুখে সলমন খানের ‘কিক’ নায়িকা।
advertisement
advertisement
মূলত শ্রীলঙ্কার, জ্যাকলিনকে (Jacqueline Fernandez) বলিউড অভিনেতা সলমন খানের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। জ্যাকলিনের বাবা শ্রীলঙ্কার এবং মা মালয়েশিয়ার। জ্যাকলিনের বাবা একজন সঙ্গীতশিল্পী এবং মা একজন এয়ার হোস্টেস ছিলেন। জ্যাকলিন তাঁর ৪ ভাইবোনের মধ্যে ছোট। জ্যাকলিনের একটি বড় বোন এবং ২ জন বড় ভাই রয়েছে বলে জানা যায়।
advertisement
advertisement
জ্যাকলিন 'আলাদিন' দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু 'মার্ডার ২' থেকে স্বীকৃতি পেয়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। 'হাউস ফুল ২', 'রেস ৩', 'কিক' এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন। জ্যাকলিনের আসন্ন ছবি 'ভূত পুলিশ'। যেখানে সইফ আলি খানকে দেখা যাবে অর্জুন কাপুর এবং ইয়ামিনী গৌতমের সঙ্গে।
advertisement
advertisement