1/ 6


• এর আগে ঠিক এমনই দাবি করেছিলেন সুশান্তের মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের চালক । তিনিও জানিয়েছিলেন, বারংবার হুমকি ফোন পাচ্ছেন তিনি । অভিশপ্ত সেই ১৪ জুনের পর থেকে দূর্বসহ হয়ে গিয়েছে তাঁর জীবন ।
3/ 6


• কুপার্স হাসপাতালে সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন পাঁচ জন চিকিৎসক । সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল সেই ময়নাতদন্তের রিপোর্ট ।
4/ 6


• সেই স্ক্রিনশটে ছিল চিকিৎসকদের নাম আর ফোন নম্বর । এরপর থেকেই চিকিৎসদের ফোন করে কটূক্তি, গালাগালি, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।