karisma kapoor: চার অভিনেত্রীর একটি 'না' বদলে দিয়েছিল করিশ্মা কাপুরের জীবন! 'লোলো'র সেই গল্প অনেকেরই অজানা

Last Updated:
karisma kapoor Super Hit Film Dil To Pagal Hai: এই একটি চরিত্রই বদলে দিয়েছিল তাঁর জীবন৷ ফিল্মফেয়ার শুধু নয়, নিশা চরিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি৷
1/6
নব্বইয়ের দশকে রুপোলি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে এখন সে-ভাবে পর্দায় তাঁকে দেখা যায় না। কিন্তু তাতে কী? সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি পৌঁছে যান ভক্তদের মনের কাছে। আর হামেশাই পাপারাৎজিরাও ক্যামেরাবন্দি করেন তাঁকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন! কথা হচ্ছে, কাপুর পরিবারের কন্যে করিশ্মা কাপুরের বিষয়ে!
নব্বইয়ের দশকে রুপোলি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে এখন সে-ভাবে পর্দায় তাঁকে দেখা যায় না। কিন্তু তাতে কী? সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি পৌঁছে যান ভক্তদের মনের কাছে। আর হামেশাই পাপারাৎজিরাও ক্যামেরাবন্দি করেন তাঁকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন! কথা হচ্ছে, কাপুর পরিবারের কন্যে করিশ্মা কাপুরের বিষয়ে!
advertisement
2/6
ইনস্টাগ্রামে প্রতিনিয়ত তিনি তাঁর লাইফস্টাইল সংক্রান্ত বিষয়, ভ্রমণের ছবি, বোন করিনা এবং বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া আড্ডার ছবি শেয়ার করে থাকেন। ৪৮ বছরেও যেন বয়সকে হার মানিয়ে রেখেছেন করিশ্মা। আর ভক্তদের মনে যেন এখনও সৌন্দর্যের জাদু পরশ বুলিয়ে যান তিনি। এমনকী করিশ্মার বিলাসবহুল জীবনযাপনও চোখে পড়ার মতো। তবে বর্তমানে সে-ভাবে রুপোলি পর্দায় তাঁকে দেখা না-গেলেও সর্বদাই খবরের শিরোনামে থাকেন রণধীর-ববিতার বড় কন্যাটি। আসলে ব্যক্তিগত জীবনও কোনও ছবির চিত্রনাট্যের থেকে কম কিছু নয়।
ইনস্টাগ্রামে প্রতিনিয়ত তিনি তাঁর লাইফস্টাইল সংক্রান্ত বিষয়, ভ্রমণের ছবি, বোন করিনা এবং বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া আড্ডার ছবি শেয়ার করে থাকেন। ৪৮ বছরেও যেন বয়সকে হার মানিয়ে রেখেছেন করিশ্মা। আর ভক্তদের মনে যেন এখনও সৌন্দর্যের জাদু পরশ বুলিয়ে যান তিনি। এমনকী করিশ্মার বিলাসবহুল জীবনযাপনও চোখে পড়ার মতো। তবে বর্তমানে সে-ভাবে রুপোলি পর্দায় তাঁকে দেখা না-গেলেও সর্বদাই খবরের শিরোনামে থাকেন রণধীর-ববিতার বড় কন্যাটি। আসলে ব্যক্তিগত জীবনও কোনও ছবির চিত্রনাট্যের থেকে কম কিছু নয়।
advertisement
3/6
২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন করিশ্মা। তবে তা ভেঙে যায় ২০১৬ সালে। সঞ্জয়-করিশ্মার এই ১৩ বছরের দাম্পত্য জীবনে একে একে এসেছে তাঁদের দুই সন্তান - সামায়রা এবং কিয়ান। কিন্তু বর্তমানে একেবারেই পথ আলাদা সঞ্জয় এবং করিশ্মার। ফলে অভিনেত্রী নিজের সন্তানদের নিয়েই সুখের ঘরে বাস করছেন। তবে বিয়ে ভাঙার পরে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন সঞ্জয় কাপুর। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়া সচদেবার সঙ্গে।
২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন করিশ্মা। তবে তা ভেঙে যায় ২০১৬ সালে। সঞ্জয়-করিশ্মার এই ১৩ বছরের দাম্পত্য জীবনে একে একে এসেছে তাঁদের দুই সন্তান - সামায়রা এবং কিয়ান। কিন্তু বর্তমানে একেবারেই পথ আলাদা সঞ্জয় এবং করিশ্মার। ফলে অভিনেত্রী নিজের সন্তানদের নিয়েই সুখের ঘরে বাস করছেন। তবে বিয়ে ভাঙার পরে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন সঞ্জয় কাপুর। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়া সচদেবার সঙ্গে।
advertisement
4/6
দিল তো পাগল হ্যায়-এর মতো বলিউডের সুপারহিট ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন করিশ্মা। তবে এই ছবি রিজেক্ট করে দিয়েছিলেন উর্মিলা মাতন্ডকর, মনীষা কইরালা এবং জুহি চাওলা৷ নিশা চরিত্রটি ভাল না লাগায় না বলে দেন কাজলও৷
দিল তো পাগল হ্যায়-এর মতো বলিউডের সুপারহিট ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন করিশ্মা। তবে এই ছবি রিজেক্ট করে দিয়েছিলেন উর্মিলা মাতন্ডকর, মনীষা কইরালা এবং জুহি চাওলা৷ নিশা চরিত্রটি ভাল না লাগায় না বলে দেন কাজলও৷
advertisement
5/6
এরপর প্রস্তাব আসে করিশ্মার কাছে৷ মাধুরীর সঙ্গে নাচ করায় আপত্তি ছিল বলে তিনিও না বলে দেওয়ার কথাই ভেবেছিলেন৷ কিন্তু পরে তিনি সম্মতি জানান৷ এই একটি চরিত্রই বদলে দিয়েছিল তাঁর জীবন৷ ফিল্মফেয়ার শুধু নয়, নিশা চরিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি৷
এরপর প্রস্তাব আসে করিশ্মার কাছে৷ মাধুরীর সঙ্গে নাচ করায় আপত্তি ছিল বলে তিনিও না বলে দেওয়ার কথাই ভেবেছিলেন৷ কিন্তু পরে তিনি সম্মতি জানান৷ এই একটি চরিত্রই বদলে দিয়েছিল তাঁর জীবন৷ ফিল্মফেয়ার শুধু নয়, নিশা চরিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি৷
advertisement
6/6
১৯৯৭-এ মুক্তিপ্রাপ্ত যশ চোপড়ার এই ছবি বলিউডের মোড় ঘুরিয়ে দিয়েছিল৷ গান-নাচ-গল্প সবই ছিল হিট৷ শাহরুখ ছাড়াও ছিলেন অক্ষয় কুমার৷
১৯৯৭-এ মুক্তিপ্রাপ্ত যশ চোপড়ার এই ছবি বলিউডের মোড় ঘুরিয়ে দিয়েছিল৷ গান-নাচ-গল্প সবই ছিল হিট৷ শাহরুখ ছাড়াও ছিলেন অক্ষয় কুমার৷
advertisement
advertisement
advertisement