দিব্যা ভাটনাগরের প্রয়াণের পরেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল, গৃহস্থ হিংসায় অভিযুক্ত স্বামী
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
আলমারি থেকে উদ্ধার নথিতে জানতে পারা গিয়েছে স্বামী মারধর করতেন দিব্যাকে
বিগত বেশ কিছুদিন ধরে অভিনেত্রী দিব্যা ভাটনাগরের প্রয়াণের খবরে গোটা ইন্ডাস্ট্রির মন খারাপের খবর সবাইকে কাহিল করেছে ৷ করোনা আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছিলেন দিব্যা ভাটনাগর ৷ একই সঙ্গে নিউমোনিয়াও হয়েছিল ৷ দিব্যা বিগত কিছুদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন দিব্যা ৷ এরপরেই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ৷ দিব্যার মৃত্যুর পরেই তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে এসেছে ৷ জানতে পারা গিয়েছে তাঁর স্বামী গগন গাব্রু নাকি তাঁর স্ত্রীর উপরে নির্যাতন করতেন ৷ বাড়ির লোকেদের সঙ্গে দেবলীনা ভট্টাচার্য মারপিটের অভিযোগ করেছেন ৷ বিয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ @divyabhatnagarofficial/Instagram.
advertisement
advertisement
advertisement
বিগত দিনে দেবলীনা ভট্টাচার্যের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে সমস্ত প্রকাশ্যে এনেছিলেন ৷ ঠিক এরপরেই জানতে পারা গিয়েছে দিব্যার স্বামী গগনের বিরুদ্ধে স্ত্রীর উপরে করা অত্যাচারের কাহিনি প্রকাশ্যে এনেছেন ৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবার বিষয়ে হুমকি দিয়েছিলেন ৷ @divyabhatnagarofficial/Instagram.
advertisement
advertisement
advertisement
দিব্যার ভাই জানিয়েছেন বিয়ের পর থেকে গগন দিব্যার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেছিলেন ৷ গত ৭ নভেম্বরে একটি নোট লিখেছিলেন যাতে জানতে পারা গিয়েছে স্বমী গগন দিব্যার সঙ্গে দুর্ব্যবহার করতেন সঙ্গে সঙ্গে চলত গালিগালাজও ৷ আলমারি থেকে উদ্ধার নথিতেই সমস্ত বিষয়টি প্রকাশ্যে এসেছে ৷ @divyabhatnagarofficial/Instagram.