*দিয়া মির্জা-বৈভব রেখি ছেলের নাম দিয়েছেন অভিযান আজাদ রেখি (Avyaan Azaad Rekhi)। এ দিন সন্তানের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়া যা লিখেছেন, তা পড়লে যে কোনও কারও চোখের কোনা ভিজে যাবে। দিয়া লেখেন, "আমাদের ছেলে অভিযান ১৪ মে ভূমিষ্ঠ হয়।সময়ের অনেকটা আগেই পৃথিবীর আলো দেখে সে। তারপর থেকে আমাদের ছোট্ট মিরাকেল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। চিকিৎসক, নার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁকে সুস্থকরে তোলার জন্য। " ছবি: ইনস্টাগ্রাম।
*শুধু সদ্যোজাত নয়, অসুস্থ ছিলেন অভিনেত্রীও। তাঁর গর্ভাবস্থার শেষ পর্যায়ে তাঁর প্রাণহাণির আশঙ্কা তৈরি হয়েছিল, সেই সব কথাও তাঁর পোস্টে জানিয়েছেন তিনি। দিয়া লেখেন, "আচমকাই আমার অ্যাপেন্ডিক্সে সমস্যা শুরু হয়, তার সঙ্গে সাংঘাতিক রকমের ব্যাকটেরিয়ার সংক্রমণে সেপসিস হয়ে যাচ্ছিল, যাতে আমার প্রাণহাণির আশঙ্কা ছিল। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তৎক্ষণাৎ সিজারের (emergency C-section) সিধান্ত নেন সন্তানকে সুস্থ রাখতে। এরপর ১৪ তারিখে সে পৃথিবীর আলো দেখে।" ছবি: ইনস্টাগ্রাম।