Devoleena Bhattacharya: মা হলেন 'গোপী বহু'...! দেবলীনা ভট্টাচার্যের কোল আলো করে ছেলে এল নাকি মেয়ে?

Last Updated:
ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানিয়েছেন পুত্রসন্তানের আগমন হয়েছে তাঁদের জীবনে। আরতি সিং, পারস ছাবড়ার মতো অভিনেতারা সেখানে শুভেচ্ছাও জানিয়েছেন।
1/5
মা হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টচার্য ওরফে সবার প্রিয় গোপি। টেলিভিশনের ‘গোপি বহু’ হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন দেবলীনা। নিজের জিম প্রশিক্ষক শাহানওয়াজ শেখের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন যে,  একটি জিমে আলাপ হয়েছিল দু’জনের। বিয়ের আগে ৩ বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা।
মা হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টচার্য ওরফে সবার প্রিয় গোপি। টেলিভিশনের ‘গোপি বহু’ হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন দেবলীনা। নিজের জিম প্রশিক্ষক শাহানওয়াজ শেখের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন যে, একটি জিমে আলাপ হয়েছিল দু’জনের। বিয়ের আগে ৩ বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা।
advertisement
2/5
ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানিয়েছেন পুত্রসন্তানের আগমন হয়েছে তাঁদের জীবনে। আরতি সিং, পারস ছাবড়ার মতো অভিনেতারা সেখানে শুভেচ্ছাও জানিয়েছেন।
ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানিয়েছেন পুত্রসন্তানের আগমন হয়েছে তাঁদের জীবনে। আরতি সিং, পারস ছাবড়ার মতো অভিনেতারা সেখানে শুভেচ্ছাও জানিয়েছেন।
advertisement
3/5
চলতি বছর অগাস্টে গর্ভবতী হওয়ার ঘোষণা করেছিলেন এই অভিনেত্রী। তারপরের মাতৃত্বকালীন অবস্থা বেশ উপভোগ করেছেন।
চলতি বছর অগাস্টে গর্ভবতী হওয়ার ঘোষণা করেছিলেন এই অভিনেত্রী। তারপরের মাতৃত্বকালীন অবস্থা বেশ উপভোগ করেছেন।
advertisement
4/5
মজার বিষয় হল, শাহানওয়াজকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন পর্দার ‘গোপি বহু’। বিয়ের বিষয়ে নিজেই উদ্যোগ নিয়েছিলেন তিনি। সমাজের চোখরাঙানি এবং ধর্মীয় বিধিনিষেধের তোয়াক্কা না করে শাহানওয়াজকে বিয়ে করেছিলেন ৩৭ বছর বয়সী দেবলীনা।
মজার বিষয় হল, শাহানওয়াজকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন পর্দার ‘গোপি বহু’। বিয়ের বিষয়ে নিজেই উদ্যোগ নিয়েছিলেন তিনি। সমাজের চোখরাঙানি এবং ধর্মীয় বিধিনিষেধের তোয়াক্কা না করে শাহানওয়াজকে বিয়ে করেছিলেন ৩৭ বছর বয়সী দেবলীনা।
advertisement
5/5
দেবলীনাকে শেষ দেখা গিয়েছিল 'কুকি' ছবিতে। ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত টেলিভিশন শো 'সাথ নিভানা সাথিয়া'-তে গোপী বাহুর চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে জনপ্রিয় তিনি। এছাড়া 'বিগ বস 13', 'বিগ বস 14' এবং 'বিগ বস 15'-এও অংশগ্রহণ করেছিলেন।
দেবলীনাকে শেষ দেখা গিয়েছিল 'কুকি' ছবিতে। ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত টেলিভিশন শো 'সাথ নিভানা সাথিয়া'-তে গোপী বাহুর চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে জনপ্রিয় তিনি। এছাড়া 'বিগ বস 13', 'বিগ বস 14' এবং 'বিগ বস 15'-এও অংশগ্রহণ করেছিলেন।
advertisement
advertisement
advertisement