গভীর জলে ডুব, বাদ গেল না তরমুজও, দেখুন দীপিকা-রণবীরের 'গোপন' বেড়ানোর ছবি

Last Updated:
প্রতীকী ছবিতে ভরিয়ে দিচ্ছেন নিজেদের ইনস্টাগ্রাম পোস্ট৷
1/6
দীপিকা-রণবীর গেলেন কোথায়? সকলের সেই প্রশ্ন৷ কারণ বেড়াতে গিয়েছেন বলে আগেই ঘোষণা করেছিলেন তারা৷ তবে অন্যান্য কাপলের মতো নিজেদের কোনও ছবি পোস্ট করছেন না দীপবীর! শুধুই প্রতীকী ছবিতে ভরিয়ে দিচ্ছেন নিজেদের ইনস্টাগ্রাম পোস্ট৷
দীপিকা-রণবীর গেলেন কোথায়? সকলের সেই প্রশ্ন৷ কারণ বেড়াতে গিয়েছেন বলে আগেই ঘোষণা করেছিলেন তারা৷ তবে অন্যান্য কাপলের মতো নিজেদের কোনও ছবি পোস্ট করছেন না দীপবীর! শুধুই প্রতীকী ছবিতে ভরিয়ে দিচ্ছেন নিজেদের ইনস্টাগ্রাম পোস্ট৷
advertisement
2/6
শুরু হয় ছিল, পাসপোর্টের ছবি দিয়ে জানান যে তাঁরা দুজনে হলিডে ট্রিপে যাচ্ছেন। ছুটিতে গিয়ে প্রথম দিন যে ছবিটি পোস্ট করেন তাতে দেখা যায় দুজোড়া রবারের স্লিপারে বালির মধ্যে রাখা রয়েছে।
শুরু হয় ছিল, পাসপোর্টের ছবি দিয়ে জানান যে তাঁরা দুজনে হলিডে ট্রিপে যাচ্ছেন। ছুটিতে গিয়ে প্রথম দিন যে ছবিটি পোস্ট করেন তাতে দেখা যায় দুজোড়া রবারের স্লিপারে বালির মধ্যে রাখা রয়েছে।
advertisement
3/6
পরের দিন যে ছবিটি পোস্ট করেন তাতে দেখা যায় একটি কাঠের টেবিলের উপর দুটি ছাতা ক্রস করে রাখা রয়েছে।
পরের দিন যে ছবিটি পোস্ট করেন তাতে দেখা যায় একটি কাঠের টেবিলের উপর দুটি ছাতা ক্রস করে রাখা রয়েছে।
advertisement
4/6
তৃতীয় দিন যে ছবি পোস্ট করেন দীপিকা তাতে দেখা যায় দুটি সাইকেল।
তৃতীয় দিন যে ছবি পোস্ট করেন দীপিকা তাতে দেখা যায় দুটি সাইকেল।
advertisement
5/6
আজ, ভ্যালেন্টিন্স ডে-র দিন পর পর দুটি ছবি পোস্ট করেন দীপিকা, একটিতে দেখা যাচ্ছে দাইভিং গিয়ার।
আজ, ভ্যালেন্টিন্স ডে-র দিন পর পর দুটি ছবি পোস্ট করেন দীপিকা, একটিতে দেখা যাচ্ছে দাইভিং গিয়ার।
advertisement
6/6
আর দ্বিতীয় ছবিটি হচ্ছে দু প্লেট তরমুজ। প্রাণ খুলে ছুটি কাটিয়ে আয বাড়ি ফিরলেন তুই তারকা।
আর দ্বিতীয় ছবিটি হচ্ছে দু প্লেট তরমুজ। প্রাণ খুলে ছুটি কাটিয়ে আয বাড়ি ফিরলেন তুই তারকা।
advertisement
advertisement
advertisement