কপিল দেবের স্ত্রী হয়েই এবার রণবীরের পাশে দীপিকা !

Last Updated:
1/4
হ্যাঁ, দীপিকা পাড়ুকোনের কথাই হচ্ছে ৷ বলিউডে এখন শোরগোল, রণবীর সিংকে পাশে রেখেই দীপিকা নাকি সংসার করতে চলেছেন কপিল দেবকে ! (Image: Instagram)
হ্যাঁ, দীপিকা পাড়ুকোনের কথাই হচ্ছে ৷ বলিউডে এখন শোরগোল, রণবীর সিংকে পাশে রেখেই দীপিকা নাকি সংসার করতে চলেছেন কপিল দেবকে ! (Image: Instagram)
advertisement
2/4
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ পরিচালক কবীর খান তৈরি করতে চলেছেন কপিল দেবের বায়োপিক ৷ তবে শুধুই কপিলের বায়োপিক নয়, কবীরের এই ছবিতে প্রাধান্য দেওয়া হবে ১৯৮৩-এর ভারতের বিশ্বকাপ জয়কে ৷ আর এই ছবিতেই কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে ৷ (Image: Instagram)
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ পরিচালক কবীর খান তৈরি করতে চলেছেন কপিল দেবের বায়োপিক ৷ তবে শুধুই কপিলের বায়োপিক নয়, কবীরের এই ছবিতে প্রাধান্য দেওয়া হবে ১৯৮৩-এর ভারতের বিশ্বকাপ জয়কে ৷ আর এই ছবিতেই কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে ৷ (Image: Instagram)
advertisement
3/4
সদ্য় শেষ হয়েছে মেঘনা গুলজারের ছবি ‘ছপক’-এর শুটিং। এবার ‘৮৩’ ছবির সঙ্গে যোগ দিতে লন্ডন পৌঁছে গেছেন দীপিকা। (Image: Instagram)
সদ্য় শেষ হয়েছে মেঘনা গুলজারের ছবি ‘ছপক’-এর শুটিং। এবার ‘৮৩’ ছবির সঙ্গে যোগ দিতে লন্ডন পৌঁছে গেছেন দীপিকা। (Image: Instagram)
advertisement
4/4
ওদিকে রণবীর সিং প্রায় মাসখানেক আগেই ‘৮৩’ ইউনিটের সঙ্গে উড়ে গিয়েছেন লন্ডন
ওদিকে রণবীর সিং প্রায় মাসখানেক আগেই ‘৮৩’ ইউনিটের সঙ্গে উড়ে গিয়েছেন লন্ডন
advertisement
advertisement
advertisement