দীপ-বীরের রিসেপশন: বরাবরের চলে আসা বিয়ের রেওয়াজ ভাঙলেন দীপিকা!

Last Updated:
1/6
• মহাসমারোহে ২৮ তারিখ মুম্বইয়ের ‘দ্য হায়াত’-এ শেষ হয়েছে তাঁদের রিসেপশন ৷ আইভরি রঙা ম্যাচিং লুকে মাত করেছেন দীপিকা-রণবীর ৷
• মহাসমারোহে ২৮ তারিখ মুম্বইয়ের ‘দ্য হায়াত’-এ শেষ হয়েছে তাঁদের রিসেপশন ৷ আইভরি রঙা ম্যাচিং লুকে মাত করেছেন দীপিকা-রণবীর ৷
advertisement
2/6
• এই রিসেপশন পার্টি ছিল একেবারেই ঘরোয়া ৷ আত্মীয় পরিজন আর ঘনিষ্ঠ বন্ধুরাই নিমন্ত্রিত ছিলেন ৷ এরপর ১ ডিসেম্বর আরও একটি রিসেপশন রয়েছে মুম্বইয়ে ৷ সেখানে উপস্থিত থাকবেন বলি-সেলেবরা ৷
• এই রিসেপশন পার্টি ছিল একেবারেই ঘরোয়া ৷ আত্মীয় পরিজন আর ঘনিষ্ঠ বন্ধুরাই নিমন্ত্রিত ছিলেন ৷ এরপর ১ ডিসেম্বর আরও একটি রিসেপশন রয়েছে মুম্বইয়ে ৷ সেখানে উপস্থিত থাকবেন বলি-সেলেবরা ৷
advertisement
3/6
• রণবীর পরেছিলেন আইভরি রঙের বন্ধগলা আর বাহারী জুতো ৷
• রণবীর পরেছিলেন আইভরি রঙের বন্ধগলা আর বাহারী জুতো ৷
advertisement
4/6
• আর এই পার্টিতে দীপিকা পরেছিলেন একই রঙের ভারি চিকনকারি কাজের লেহেঙ্গা ৷ সেটি ডিজাইন করেছেন আবু জানি-সন্দীপ খোসলা ৷
• আর এই পার্টিতে দীপিকা পরেছিলেন একই রঙের ভারি চিকনকারি কাজের লেহেঙ্গা ৷ সেটি ডিজাইন করেছেন আবু জানি-সন্দীপ খোসলা ৷
advertisement
5/6
• আর এখানেই বরাবরের রেওয়াজ ভেঙেছেন মিসেস সিংহ ৷ উত্তর ভারতের নববধূরা সাধারণত উজ্জ্বল রং পরেন ৷ সাদা, বেজ, আইভরি, অফ-হোয়াই রঙে তাঁদের দেখা যায় না ৷
• আর এখানেই বরাবরের রেওয়াজ ভেঙেছেন মিসেস সিংহ ৷ উত্তর ভারতের নববধূরা সাধারণত উজ্জ্বল রং পরেন ৷ সাদা, বেজ, আইভরি, অফ-হোয়াই রঙে তাঁদের দেখা যায় না ৷
advertisement
6/6
• কিন্তু প্রথম থেকে দীপিকা বেছে নিয়েছেন এই রংকে ৷ কখনও সাদা, কখনও ধূসর, কখনও বেজ রঙে কাঁপিয়ে দিচ্ছেন তিনি ৷
• কিন্তু প্রথম থেকে দীপিকা বেছে নিয়েছেন এই রংকে ৷ কখনও সাদা, কখনও ধূসর, কখনও বেজ রঙে কাঁপিয়ে দিচ্ছেন তিনি ৷
advertisement
advertisement
advertisement